Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কন্যা সন্তানের বাবা মা হলেন হ্যারি মেগান

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ১৯৪ জন দেখেছেন

হ্যারি মেগান

দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন ডিউক ও ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান মেরকেল। স্থানীয় সময় শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন মেগান। মেয়ের নাম রাখা হয়েছে লিলিবেত ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর। এক বিবৃতিতে জানানো হয়েছে, মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। জন্মের সময় লিলিবেথের ওজন ছিল ৭ পাউন্ড ১১ আউন্স। খবর বিবিসি

ব্রিটেনের রানী এলিজাবেথের ডাকনামের সাথে মিলিয়ে মেয়ের নাম লিলিবেত রেখেছেন বলে জানিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মেরকেল। তাকে সংক্ষেপে লিলি বলে ডাকা হবে। এছাড়া হ্যারির মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার প্রতি ভালোবাসা ও তার স্মৃতিকে সম্মান জানিয়ে লিলির মাঝের নাম রাখা হয়েছে ডায়ানা।

এর আগে ২০১৯ সালে জন্ম নেয় হ্যারি-মেগানের প্রথম সন্তান অর্চি হ্যারিসন। ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী লিলিবেত। অর্থাৎ রাণীর পর প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, তার তিন সন্তান জর্জ, শার্লট ও লুইস, প্রিন্স হ্যারি ও তার বড় ছেলে অর্চির পর সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে জন্ম নিল লিলিবেত।

লিলিবেথের জন্মে হ্যারি ও মেগানের প্রতি শুভকামনা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস। সেখানে বলা হয়, রাণী, প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়েল, ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ এ কন্যা সন্তানের জন্মের খবর পেয়ে খুশি হয়েছেন।

যেহেতু লিলিবেতের জন্ম যুক্তরাষ্ট্রে হয়েছে, সেহেতু সে দ্বৈত নাগরিকত্ব পাবে। ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে ছোট এ সদস্য জন্মসূত্রে মার্কিন নাগরিক হিসেবেও পরিচিত হবে।

২০১৮ সালে বিয়ে করেন হ্যারি ও মেগান। ২০২০ সালের মার্চ মাসে নিজেদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রে বসবাস করতে শুরু করেন এ দম্পতি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

কন্যা সন্তানের বাবা মা হলেন হ্যারি মেগান

প্রকাশের সময় : ১২:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন ডিউক ও ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান মেরকেল। স্থানীয় সময় শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন মেগান। মেয়ের নাম রাখা হয়েছে লিলিবেত ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর। এক বিবৃতিতে জানানো হয়েছে, মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। জন্মের সময় লিলিবেথের ওজন ছিল ৭ পাউন্ড ১১ আউন্স। খবর বিবিসি

ব্রিটেনের রানী এলিজাবেথের ডাকনামের সাথে মিলিয়ে মেয়ের নাম লিলিবেত রেখেছেন বলে জানিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মেরকেল। তাকে সংক্ষেপে লিলি বলে ডাকা হবে। এছাড়া হ্যারির মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার প্রতি ভালোবাসা ও তার স্মৃতিকে সম্মান জানিয়ে লিলির মাঝের নাম রাখা হয়েছে ডায়ানা।

এর আগে ২০১৯ সালে জন্ম নেয় হ্যারি-মেগানের প্রথম সন্তান অর্চি হ্যারিসন। ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী লিলিবেত। অর্থাৎ রাণীর পর প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, তার তিন সন্তান জর্জ, শার্লট ও লুইস, প্রিন্স হ্যারি ও তার বড় ছেলে অর্চির পর সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে জন্ম নিল লিলিবেত।

লিলিবেথের জন্মে হ্যারি ও মেগানের প্রতি শুভকামনা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস। সেখানে বলা হয়, রাণী, প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়েল, ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ এ কন্যা সন্তানের জন্মের খবর পেয়ে খুশি হয়েছেন।

যেহেতু লিলিবেতের জন্ম যুক্তরাষ্ট্রে হয়েছে, সেহেতু সে দ্বৈত নাগরিকত্ব পাবে। ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে ছোট এ সদস্য জন্মসূত্রে মার্কিন নাগরিক হিসেবেও পরিচিত হবে।

২০১৮ সালে বিয়ে করেন হ্যারি ও মেগান। ২০২০ সালের মার্চ মাসে নিজেদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রে বসবাস করতে শুরু করেন এ দম্পতি।