Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেও তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি। একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে আমরা দু-চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেবো। কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কার পাবে।

লুট হওয়া ৭০০টিরও বেশি পুলিশের অস্ত্রের এখনো খোঁজ মেলেনি বলেও জানিয়েছেন উপদেষ্টা।

অভিযানে উদ্ধার অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এগুলো দেশি অস্ত্র। এই অস্ত্রগুলো যারা বানাচ্ছে, তাদের একটু কেয়ারফুল হতে হবে। যারা বানাচ্ছে, আমরা কিন্তু তাদেরও নিয়ে আসছি। যারা এসব অস্ত্র বানায়, তারা কিন্তু জানে এগুলো করা ব্যবহার করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন ভালো হলে লোকে আমার প্রশংসা করবে। দায় কেন আসবে? আমি এরকমভাবে একটা নির্বাচন করে যেতে চাচ্ছি, যাতে লোকজন প্রশংসা করেন। দেখা হলে যেন বলেন, ভাই কেমন আছেন। আপনারা যেন মুখ ঘুরিয়ে না নেন, সেটাই চাচ্ছি।

নির্বাচনী বাজেট নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয় না। বাজেট ইলেকশন কমিশন দেবে। আর খরচের জন্য ইসি আমাদের কিছু টাকা দেবে।

তিনি বলেন, এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি মনোবল ফিরে না এলেও নির্বাচন পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেয়া হবে। ততোদিনে এমনটা থাকবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার থাকবে। একজন থাকবে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে। প্রতি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া প্রতি কেন্দ্রে বডি ক্যামেরা দেয়া হবে।

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের ঘটনা খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা ঘটুক কেউ এটা চিন্তাও করতে পারে না। যে জীবন চলে গেল তার তো আর ক্ষতিপূরণ সম্ভব না। বেশিরভাগ অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। শাস্তি যাতে ভালোভাবে পায় যত ব্যবস্থা নেওয়ার করবো।

মামলার চার্জশিটের বিষয়ে তিনি বলেন, আমরা চার্জশিট যত দ্রুত দেওয়া সম্ভব দিয়ে দেবো।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যদি একটু ধৈর্যশীল হই তাহলে এগুলো একটু কমে। এ ঘটনায় অপরাধীরা যেন ভালোভাবে শাস্তি পায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টি খুবই দুঃখজনক। এমন ঘটনা কিন্তু জনগণেরও প্রতিহত করার কথা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই যে শেরপুরের ঘটনায় যে ভিডিও করছে, তার  নানিকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু সে দাঁড়িয়ে ভিডিও করছে আয় করার জন্য। আমাদের সমাজের কত বড় অবক্ষয় এটা। ইউটিউবের জন্য সে ভিডিও করেই যাচ্ছে। তার নাতিটা যদি চিল্লাইতো, তাহলেও তো কেউ সাহায্য করতো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেও তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি। একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে আমরা দু-চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেবো। কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কার পাবে।

লুট হওয়া ৭০০টিরও বেশি পুলিশের অস্ত্রের এখনো খোঁজ মেলেনি বলেও জানিয়েছেন উপদেষ্টা।

অভিযানে উদ্ধার অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এগুলো দেশি অস্ত্র। এই অস্ত্রগুলো যারা বানাচ্ছে, তাদের একটু কেয়ারফুল হতে হবে। যারা বানাচ্ছে, আমরা কিন্তু তাদেরও নিয়ে আসছি। যারা এসব অস্ত্র বানায়, তারা কিন্তু জানে এগুলো করা ব্যবহার করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন ভালো হলে লোকে আমার প্রশংসা করবে। দায় কেন আসবে? আমি এরকমভাবে একটা নির্বাচন করে যেতে চাচ্ছি, যাতে লোকজন প্রশংসা করেন। দেখা হলে যেন বলেন, ভাই কেমন আছেন। আপনারা যেন মুখ ঘুরিয়ে না নেন, সেটাই চাচ্ছি।

নির্বাচনী বাজেট নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয় না। বাজেট ইলেকশন কমিশন দেবে। আর খরচের জন্য ইসি আমাদের কিছু টাকা দেবে।

তিনি বলেন, এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি মনোবল ফিরে না এলেও নির্বাচন পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেয়া হবে। ততোদিনে এমনটা থাকবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার থাকবে। একজন থাকবে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে। প্রতি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া প্রতি কেন্দ্রে বডি ক্যামেরা দেয়া হবে।

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের ঘটনা খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা ঘটুক কেউ এটা চিন্তাও করতে পারে না। যে জীবন চলে গেল তার তো আর ক্ষতিপূরণ সম্ভব না। বেশিরভাগ অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। শাস্তি যাতে ভালোভাবে পায় যত ব্যবস্থা নেওয়ার করবো।

মামলার চার্জশিটের বিষয়ে তিনি বলেন, আমরা চার্জশিট যত দ্রুত দেওয়া সম্ভব দিয়ে দেবো।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যদি একটু ধৈর্যশীল হই তাহলে এগুলো একটু কমে। এ ঘটনায় অপরাধীরা যেন ভালোভাবে শাস্তি পায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টি খুবই দুঃখজনক। এমন ঘটনা কিন্তু জনগণেরও প্রতিহত করার কথা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই যে শেরপুরের ঘটনায় যে ভিডিও করছে, তার  নানিকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু সে দাঁড়িয়ে ভিডিও করছে আয় করার জন্য। আমাদের সমাজের কত বড় অবক্ষয় এটা। ইউটিউবের জন্য সে ভিডিও করেই যাচ্ছে। তার নাতিটা যদি চিল্লাইতো, তাহলেও তো কেউ সাহায্য করতো।