Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গার্মেন্ট কর্মীর চরিত্রে অর্ষা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৩৫২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন বিভিন্ন চরিত্রে। অভিনয় গুণে ইতিমধ্যেই জয় করে নিয়েছেন দর্শকদের মন। বলছিলাম, অভিনেত্রী নাজিয়া হক অর্ষা’র কথা। অভিনয়ের এখন আগের মতো খুব একটা ব্যস্ত নন তিনি। কাজ করছেন খুব বেছে বেছে। তারই ধারাবাহিকতায় এবার অর্ষাকে দেখা যাবে একজন গার্মেন্টকর্মীর চরিত্রে।

নাটকের নাম ‘খুশবু’। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ চলছে। দীপ্ত টিভির জন্য ধারাবাহিকটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন।

নাটক প্রসঙ্গে অর্ষা বলেন, ‘গল্পটি অসাধারণ। এতে অনেক বক্তব্য রয়েছে। সাজ্জাদ সুমনের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। বেশ গোছালো ইউনিট নিয়ে কাজ করেন তিনি। সাধারণত ধারাবাহিকে একদিনে অনেক সিন করতে হয়। কিন্তু এখানে তা ছিল না। সেট বানিয়ে কাজ হচ্ছে। তিনটি মেয়েকে কেন্দ্র করে নাটকের গল্প। নাটকে আমাকে দেখা যাবে সেতু নামের এক ফ্লোর কোয়ালিটি ইনচার্জের ভূমিকায়। এটি চেনাজানা একটি চরিত্র। এতে অভিনয়ের মাধ্যমে গার্মেন্টকর্মীদের জীবনযাপন খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

অর্ষা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইন্তেখাব দিনার, আশরাফুল আশীষসহ অনেকেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

লটারিতে এবার বদলি হলো ৫২৭ থানার ওসি

গার্মেন্ট কর্মীর চরিত্রে অর্ষা

প্রকাশের সময় : ০১:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক : 

দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন বিভিন্ন চরিত্রে। অভিনয় গুণে ইতিমধ্যেই জয় করে নিয়েছেন দর্শকদের মন। বলছিলাম, অভিনেত্রী নাজিয়া হক অর্ষা’র কথা। অভিনয়ের এখন আগের মতো খুব একটা ব্যস্ত নন তিনি। কাজ করছেন খুব বেছে বেছে। তারই ধারাবাহিকতায় এবার অর্ষাকে দেখা যাবে একজন গার্মেন্টকর্মীর চরিত্রে।

নাটকের নাম ‘খুশবু’। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ চলছে। দীপ্ত টিভির জন্য ধারাবাহিকটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন।

নাটক প্রসঙ্গে অর্ষা বলেন, ‘গল্পটি অসাধারণ। এতে অনেক বক্তব্য রয়েছে। সাজ্জাদ সুমনের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। বেশ গোছালো ইউনিট নিয়ে কাজ করেন তিনি। সাধারণত ধারাবাহিকে একদিনে অনেক সিন করতে হয়। কিন্তু এখানে তা ছিল না। সেট বানিয়ে কাজ হচ্ছে। তিনটি মেয়েকে কেন্দ্র করে নাটকের গল্প। নাটকে আমাকে দেখা যাবে সেতু নামের এক ফ্লোর কোয়ালিটি ইনচার্জের ভূমিকায়। এটি চেনাজানা একটি চরিত্র। এতে অভিনয়ের মাধ্যমে গার্মেন্টকর্মীদের জীবনযাপন খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

অর্ষা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইন্তেখাব দিনার, আশরাফুল আশীষসহ অনেকেই।