আন্তর্জাতিক ডেস্ক :
ঘানার দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদসহ আটজন নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) একটি সামরিক হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তারা। এ সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনজন ক্রু ও পাঁচজন যাত্রীসহ হেলিকপ্টারে আটজন আরোহী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
বার্তাসংস্থাটি জানিয়েছে, বিমানবাহিনীর হেলিকপ্টারটি দেশটির দক্ষিণাঞ্চলের একটি বনাঞ্চলে আছড়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম জয় নিউজ মোবাইলে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একটি গভীর জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে।
পরবর্তীতে জানা যায়, ওই হেলিকপ্টারে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ।
চলতি বছরের জানুয়ারিতে ঘানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জন মাহামা। তার নতুন সরকারে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান এডওয়ার্ড ওমানে বোয়ামাহ।
আর ৫০ বছর বয়সি ইব্রাহিম মুরতালা মোহাম্মদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে কাজ শুরু করেন।
ঘানার সংবাদমাধ্যম জানিয়েছে, অবৈধ খনি বিষয়ক একটি ইভেন্টে যোগ দিতে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তারা। কিন্তু পথিমধ্যে তাদের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে।