Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৩ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার চর হতে ৭-৮ জন গরু চুরি করে নৌকায় তুলে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে নৌকা থামিয়ে দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। নিহতের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে গরু চুরি করে নৌকা দিয়ে যমুনা নদী পার হচ্ছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আরেকটি নৌকা নিয়ে তাদের ধাওয়া করে। এরপর নৌকার ভেতরেই বেশ কয়েকটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পান তারা। তখন উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, চোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা আসিফ মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন : নাছির উদ্দীন

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৩ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার চর হতে ৭-৮ জন গরু চুরি করে নৌকায় তুলে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে নৌকা থামিয়ে দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। নিহতের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে গরু চুরি করে নৌকা দিয়ে যমুনা নদী পার হচ্ছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আরেকটি নৌকা নিয়ে তাদের ধাওয়া করে। এরপর নৌকার ভেতরেই বেশ কয়েকটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পান তারা। তখন উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, চোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।