স্পোর্টস ডেস্ক :
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হেরে যায় টাইগার যুবারা। চতুর্থ ম্যাচে এসে আবারও জয়ের ধারায় ফিরল লাল-সবুজ জার্সিধারীরা।
এই জয়ে ত্রিদেশীয় সিরিজটির ফাইনালও নিশ্চিত করল বাংলাদেশ। সেখানে তারা মুখোমুখি হবে প্রোটিয়া যুবাদের। প্রথম ৪ ম্যাচে ৩ জয় ও ১ হার নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে তারা। আজ জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার সমান ৬ পয়েন্ট হলো বাংলাদেশেরও। ৪ ম্যাচের সবকয়টিতে হারা জিম্বাবুয়ে বাদ পড়ে গেছে তাতে।
হারারেতে শুক্রবার (১ আগস্ট) প্রথমে বোলিং করে জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আজিজুল হাকিম তামিমের দল। ইনিংসে তখনো বাকি ছিল ২০৯ বল।
৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রিফাত বেগকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৩৫ রান যোগ করেন অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকি। ১৬ বলে ২০ রান করে কালাম বিদায় নেওয়ার পর আর কোনো বিপদ হয়নি বাংলাদেশ।
দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আজিজুল ও রিজান হোসেন। ৪৯ বলে ৪৭* রান আসে অধিনায়কের ব্যাট থেকে। ৬টি চার ও ১ ছক্কার সাহায্যে ঝকঝকে ইনিংসটি খেলেন আজিজুল। আরেক পাশে ২৬ বলে ২১ রানে অপরাজিত ছিলেন রিজান। জিম্বাবুয়ের হয়ে দুইটি উইকেটই নেন শেলটন মাজভিতোরেরা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে এতটা ব্যাটিং ধস হবে সেটা ভাবেনি জিম্বাবুয়ে। ১ উইকেট হারিয়েই ৩৩ রান করে ফেলেছিল দলটি। তবে এরপর শুরু হয় ধারাবাহিক উইকেট হারানো। ইকবাল হোসেন ইমন-সানজিদ মজুমদারদের তোপে দাঁড়াতেই পারেনি রোডেশিয়ানরা। দলের হয়ে দুই অঙ্কের দেখা পান কেবল নাথানিয়েল লাবাঙ্গানা (২৬), ব্রেন্ডন দিওয়েনি (২০), সিমবারাসে মুদজেনগেরে (১১) ও তাতেন্ডা চিমুগোরো (১৬)।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ইকবাল হোসেন ইমন। ৬ ওভার ৩ বলে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি। দুইটি করে উইকেট শিকার করেন সানজিদ ও স্বাধীন ইসলাম।