আন্তর্জাতিক ডেস্ক :
বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের ব্যাগেজ থেকে দুর্গন্ধ, তেলাপোকা ও পোকামাকড় পাওয়া যাওয়ায় ফ্লাইটটি প্রায় ৪ ঘণ্টা বিমানবন্দরে আটকে রাখে ইতালির রোম বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় বিকালে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ঘটে এই অস্বস্তিকর ঘটনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, এদিন রোমের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বিমানের বিজি-৩৫৫ ফ্লাইটটি অবতরণ করে। যাত্রী ব্যাগেজ দেওয়ার সময় ১০ নম্বর লাগেজ বেল্টে অসংখ্য তেলাপোকা, পোকামাকড় ও তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে রোম বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাগেজ ডেলিভারি স্থগিত করে। এরপর বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের একটি দল জীবাণুনাশ কার্যক্রম শুরু করে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে প্লেনের ব্যাগেজ কন্টেইনার পোকামাকড় মুক্ত না করে নির্ধারিত সময়ে প্লেনটি ঢাকার উদ্দেশ্যে ছাড়তে দেয়নি তারা।
পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের পরিবর্তে রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
রোম বিমানবন্দরের পরিস্থিতি এবং বিষয়টি অবগত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম স্টেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান ঢাকায় বিমানের সব দপ্তরে একটি চিঠি দিয়েছেন। এতে যাত্রী ও ব্যাগেজ গ্রহণের সময় আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
চিঠিতে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে খাবারের ধরন, দুর্গন্ধযুক্ত আইটেম, উপযুক্ত প্যাকেজিং ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করে ব্যাগেজ গ্রহণ করতে হবে। পাশাপাশি, ব্যাগেজ সার্ভিস ইউনিট থেকেও অনুরোধ করা হয়েছে যাতে ব্যাগ লোডিংয়ে আরও বেশি যত্নবান হওয়া হয়। কারণ ফুমিশিনো বিমানবন্দর বিমানের প্রতিটি ফ্লাইটেই এমন অবস্থা পাচ্ছে বলে উল্লেখ করেছে।