Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডি পলের অভিষেকের দিনে জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল কিছুদিন আগেই স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন লিওনেল মেসির ইন্টার মায়ামিতে। যদিও এই লোন ট্রান্সফার ঘিরে আর্জেন্টিনার ক্রীড়াঙ্গনে বেশ আলোচনা ও সমালোচনা হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মায়ামির জার্সিতে অভিষেক হলো ডি পলের। একই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি ও জর্দি আলবা, আর মাঠে ফিরেই নিজেদের চেনান তারা মেসির জোড়া অ্যাসিস্টে জয় তুলে নেয় ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ভোরে ক্লাব অ্যাটলাসের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। আগের ম্যাচে মেসি-ডি পলরা গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন, সেদিন দলেরও জয় পাওয়া হয়নি। আজ তারা মাঠে নামতেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে মায়ামি। তাদের ২-১ ব্যবধানের জয়ে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট।

ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। জমজমাট ম্যাচটিতে ম্যাচের ৫৫ শতাংশ সময় বল ধরে রেখে গোলে ১৯টি শট নেয় মায়ামি। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। আতলাস গোলে ১৫টি শট নিলেও লক্ষ্যে রাখে ৭টি।

সপ্তম মিনিটে তাদের আইয়েন্দের পাসে বক্সের ভেতর ভাইগান্টের পায়ে লেগে বল যায় তেলাস্কো সেগোভিয়ার কাছে। ভেনেজুয়েলার মিডফিল্ডারের শট আতলাসের একজনের পায়ে লেগে উড়ে যায় বারের ওপর দিয়ে। মেসি তখন মাঠের মাঝে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। একটু শুশ্রূষার পর উঠে আবার ছুটতে শুরু করেন তিনি।

২২তম মিনিটে অন্য প্রান্ত থেকে উড়ে আসা বল থেকে ডানপ্রান্ত দিয়ে এগিয়ে যান মেসি। দারুণ এক থ্রু বল বাড়ান তিনি আইয়েন্দেকে। আর্জেন্টাইন উইঙ্গার বক্সে ঢুকে গড়ানো কোনাকুনি শট নেন। তবে পা বাড়িয়ে আতলাসকে রক্ষা করেন গোলকিপার কামিলো ভার্গাস।

২৫তম মিনিটে গোলের খুব কাছাকাছি আতলাস। আলফোন্সো গন্সালেসের দারুণ ক্রস থেকে বক্সের ভেতর ফাঁকা থেকে হেড করেন এদুয়ার্দো আগিরে। ডাইভ দিয়ে আলতো করে আঙুল ঠেকিয়ে কোনোরকমে বাইরে পাঠিয়ে দেন মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো।

প্রথমার্ধের শেষ মুহূর্তে সবচেয়ে সুবর্ণ সুযোগটি পান লুইস সুয়ারেস। তার সামনে গোলকিপার ছিল একা। কিন্তু অভিজ্ঞ ফরোয়ার্ডের গতিময় শট ফিরে আসে গোলবারে লেগে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির হেড বেশ বাইরে দিয়ে চলে যায়। মিনিট দুয়েক পর বক্সের ভেতর থেকে সুয়ারেসের আরেকটি গতিময় শট দারুণ দক্ষতায় ঠেকান আতলাস গোলকিপার ভার্গাস।

৫৮তম মিনিটে অবশেষে মায়ামির সেই কাঙ্ক্ষিত গোল। অ্যাসিস্ট অফিসিয়ালি মেসির হলেও গোলটিতে বড় অবদান সের্হিও বুসকেতসের। বক্সের ভেতর সেগোভিয়ার শট আতলাসের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের ঠিক বাইরে থাকা বুসকেতসের পায়ে। তিনি দারুণ এত ডিফেন্স চেরা পাসে খুঁজে নেন গোলের একদম সামনে ফাঁকায় থাকা মেসিকে।

আতলাসের গোলকিপার ততক্ষণে ছুটে আসছেন। মেসি আলতো করে বল বাড়ান আইয়েন্দেকে। সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে আর্জেন্টাইন উইঙ্গার কাছ থেকে বল পাঠান জালে। মিনিট দুয়েক পরই আরেকটি সুযোগ হাতছাড়া করেন সুয়ারেস। আতলাস সমতায় ফেরে ৮০তম মিনিটে। জটলার মধ্য থেকে গোল করেন রিভালদো লোসানো।

তিন মিনিট পর বক্সের ভেতর থেকে সুয়ারেসের আরেকটি শট দারুণ রিফ্লেক্স দেখিয়ে বাইরে পাঠিয়ে দেন ভার্গাস। এরপর সেই শেষ সময়ের নাটক ও মেসিদের দারুণ জয়ের উল্লাস।

মেক্সিকোর লিগা এমএক্স ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলগুলিকে নিয়ে হয় লিগস কাপ। ৩৬ দলের এবারের আসরে অংশ নিচ্ছে এমএক্সের ১৮ দলের সবকটি ও মেজর লিগ সকারের সেরা ১৮ দল। টুর্নামেন্টটি ২০২৩ সালে বড় আকারে শুরুর পর প্রথম শিরোপা জিতেছিল মায়ামি। গত আসরে ট্রফি জেতে যুক্তরাষ্ট্রেরই কলম্বাস ক্রু।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রিজ থাকলেও নেই রাস্তা, ভোগান্তি চরমে

ডি পলের অভিষেকের দিনে জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

প্রকাশের সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল কিছুদিন আগেই স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন লিওনেল মেসির ইন্টার মায়ামিতে। যদিও এই লোন ট্রান্সফার ঘিরে আর্জেন্টিনার ক্রীড়াঙ্গনে বেশ আলোচনা ও সমালোচনা হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মায়ামির জার্সিতে অভিষেক হলো ডি পলের। একই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি ও জর্দি আলবা, আর মাঠে ফিরেই নিজেদের চেনান তারা মেসির জোড়া অ্যাসিস্টে জয় তুলে নেয় ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ভোরে ক্লাব অ্যাটলাসের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। আগের ম্যাচে মেসি-ডি পলরা গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন, সেদিন দলেরও জয় পাওয়া হয়নি। আজ তারা মাঠে নামতেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে মায়ামি। তাদের ২-১ ব্যবধানের জয়ে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট।

ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। জমজমাট ম্যাচটিতে ম্যাচের ৫৫ শতাংশ সময় বল ধরে রেখে গোলে ১৯টি শট নেয় মায়ামি। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। আতলাস গোলে ১৫টি শট নিলেও লক্ষ্যে রাখে ৭টি।

সপ্তম মিনিটে তাদের আইয়েন্দের পাসে বক্সের ভেতর ভাইগান্টের পায়ে লেগে বল যায় তেলাস্কো সেগোভিয়ার কাছে। ভেনেজুয়েলার মিডফিল্ডারের শট আতলাসের একজনের পায়ে লেগে উড়ে যায় বারের ওপর দিয়ে। মেসি তখন মাঠের মাঝে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। একটু শুশ্রূষার পর উঠে আবার ছুটতে শুরু করেন তিনি।

২২তম মিনিটে অন্য প্রান্ত থেকে উড়ে আসা বল থেকে ডানপ্রান্ত দিয়ে এগিয়ে যান মেসি। দারুণ এক থ্রু বল বাড়ান তিনি আইয়েন্দেকে। আর্জেন্টাইন উইঙ্গার বক্সে ঢুকে গড়ানো কোনাকুনি শট নেন। তবে পা বাড়িয়ে আতলাসকে রক্ষা করেন গোলকিপার কামিলো ভার্গাস।

২৫তম মিনিটে গোলের খুব কাছাকাছি আতলাস। আলফোন্সো গন্সালেসের দারুণ ক্রস থেকে বক্সের ভেতর ফাঁকা থেকে হেড করেন এদুয়ার্দো আগিরে। ডাইভ দিয়ে আলতো করে আঙুল ঠেকিয়ে কোনোরকমে বাইরে পাঠিয়ে দেন মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো।

প্রথমার্ধের শেষ মুহূর্তে সবচেয়ে সুবর্ণ সুযোগটি পান লুইস সুয়ারেস। তার সামনে গোলকিপার ছিল একা। কিন্তু অভিজ্ঞ ফরোয়ার্ডের গতিময় শট ফিরে আসে গোলবারে লেগে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির হেড বেশ বাইরে দিয়ে চলে যায়। মিনিট দুয়েক পর বক্সের ভেতর থেকে সুয়ারেসের আরেকটি গতিময় শট দারুণ দক্ষতায় ঠেকান আতলাস গোলকিপার ভার্গাস।

৫৮তম মিনিটে অবশেষে মায়ামির সেই কাঙ্ক্ষিত গোল। অ্যাসিস্ট অফিসিয়ালি মেসির হলেও গোলটিতে বড় অবদান সের্হিও বুসকেতসের। বক্সের ভেতর সেগোভিয়ার শট আতলাসের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের ঠিক বাইরে থাকা বুসকেতসের পায়ে। তিনি দারুণ এত ডিফেন্স চেরা পাসে খুঁজে নেন গোলের একদম সামনে ফাঁকায় থাকা মেসিকে।

আতলাসের গোলকিপার ততক্ষণে ছুটে আসছেন। মেসি আলতো করে বল বাড়ান আইয়েন্দেকে। সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে আর্জেন্টাইন উইঙ্গার কাছ থেকে বল পাঠান জালে। মিনিট দুয়েক পরই আরেকটি সুযোগ হাতছাড়া করেন সুয়ারেস। আতলাস সমতায় ফেরে ৮০তম মিনিটে। জটলার মধ্য থেকে গোল করেন রিভালদো লোসানো।

তিন মিনিট পর বক্সের ভেতর থেকে সুয়ারেসের আরেকটি শট দারুণ রিফ্লেক্স দেখিয়ে বাইরে পাঠিয়ে দেন ভার্গাস। এরপর সেই শেষ সময়ের নাটক ও মেসিদের দারুণ জয়ের উল্লাস।

মেক্সিকোর লিগা এমএক্স ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলগুলিকে নিয়ে হয় লিগস কাপ। ৩৬ দলের এবারের আসরে অংশ নিচ্ছে এমএক্সের ১৮ দলের সবকটি ও মেজর লিগ সকারের সেরা ১৮ দল। টুর্নামেন্টটি ২০২৩ সালে বড় আকারে শুরুর পর প্রথম শিরোপা জিতেছিল মায়ামি। গত আসরে ট্রফি জেতে যুক্তরাষ্ট্রেরই কলম্বাস ক্রু।