বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ দূরপাল্লার যানবাহন চলালের অনুমতির জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী গতকাল এক যুক্ত বিবৃতিতে কর্মহীন পরিবহণ শ্রমিকদের পরিবার পরিজনের রুটি-রুজির বিচেনায় মানবিক কারণে আগামীকাল সোমকার থেকে দূরপাল্লার গণপরিবহণ চলাচলের অনুমতি প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রায় ৬০ লাখ মানুষ ঈদ উপলক্ষে রাজধানী থেকে গ্রামে চলে গেছে। সরকারী, বেসরকারী সকল অফিস, ব্যক্তিমালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান, মার্কেট, শপিংমল, দোকান-পাট খোলা থাকার ফলে এই সকল মানুষ পুনরায় কোন না কোনভাবে গাদাগাদি করে ঢাকা শহরে ফিরে আসবে।
তাই শুধুমাত্র দূরপাল্লার গণপরিবহণ বন্ধ রাখার কোন যৌক্তিক কারণ নাই। তাছাড়া এই সকল বন্ধ পরিবহণ শ্রমিকদের সরকার বা মালিকের পক্ষ থেকে এখনো কোন প্রকার সাহায্য-সহযোগিতা ও অনুদান প্রদান করা হয় নাই বা হচ্ছেও না। এ কারণে মানবিক কারণে দুরপাল্লার গণ পরিবহণ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চালু করাই যুক্তিসঙ্গত।