Dhaka বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তিন দিন বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে প্রথম বাস চলাচল শুরু হয়। দুই জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বৈঠকের পর এ বাস চলাচল স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফিরেছে সাধারন যাত্রীদের মাঝে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

পিন্টু নামের এক বাসের সুপারভাইজার বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক ইউনিয়নের বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে। আজ (মঙ্গলবার) সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই বাসগুলো চলাচল করছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, সমস্যার সমাধান নিরসনে আজকে রাজশাহীতে দুই জেলার শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং একটি সুষ্ঠু সমাধান হয়েছে। আজকে থেকেই বাস চলাচল শুরু হয়েছে। এ ছাড়া বুধবার (৩০ জুলাই) থেকে সিডিউল অনুযায়ী বাস চলাচল শুরু হবে। তবে কাউন্টার থেকে দেরিতে বাস ছাড়তে পারবে না চালকরা। এক মিনিট দেরি হলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত, গত শনিবার (২৬ জুলাই) রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে সেদিন শনিবার বিকেল ৫টা থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে : তারেক রহমান

৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ০৬:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তিন দিন বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে প্রথম বাস চলাচল শুরু হয়। দুই জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বৈঠকের পর এ বাস চলাচল স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফিরেছে সাধারন যাত্রীদের মাঝে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

পিন্টু নামের এক বাসের সুপারভাইজার বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক ইউনিয়নের বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে। আজ (মঙ্গলবার) সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই বাসগুলো চলাচল করছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, সমস্যার সমাধান নিরসনে আজকে রাজশাহীতে দুই জেলার শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং একটি সুষ্ঠু সমাধান হয়েছে। আজকে থেকেই বাস চলাচল শুরু হয়েছে। এ ছাড়া বুধবার (৩০ জুলাই) থেকে সিডিউল অনুযায়ী বাস চলাচল শুরু হবে। তবে কাউন্টার থেকে দেরিতে বাস ছাড়তে পারবে না চালকরা। এক মিনিট দেরি হলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত, গত শনিবার (২৬ জুলাই) রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে সেদিন শনিবার বিকেল ৫টা থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।