Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কয়েক দশক পর রাশিয়া-উত্তর কোরিয়া যাত্রীবাহী ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক : 

কয়েক দশকের পর উত্তর কোরিয়ার সঙ্গে যাত্রীবাহী বিমান চালুর ঘোষণা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) রাশিয়ার রাজধানী মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উদ্দেশে প্রথম যাত্রীবাহী রুশ ফ্লাইটের যাত্রা শুরুর কথা রয়েছে। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার মস্কো থেকে পিয়ংইয়ংয়ের উদ্দেশে সরাসরি যাত্রীবাহী ফ্লাইটের যাত্রা শুরু হবে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথম ফ্লাইটটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করবে বলে বিমানবন্দরের সময়সূচিতে বলা হয়েছে।

২০২২ সালের ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর সাবেক কমিউনিস্ট ব্লকের এই দুই মিত্র নিজেদের সম্পর্ক জোরদারে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। রুশ বিমান চলাচল খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্লগের তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ের পর এবারই প্রথম মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে।

এর আগে, গত জুনে মস্কো-পিয়ংইয়ংয়ের মাঝে পুনরায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনযোগে মস্কো থেকে পিয়ংইয়ংয়ে পৌঁছাতে সময় লাগবে ১০ দিন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ বলেছে, প্রায় আট ঘণ্টার ওই ফ্লাইটটি বোয়িং ৭৭৭-২০০ইআর মডেলের একটি উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। এই উড়োজাহাজে ৪৪০ জন যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে।

টিকিটের মূল্য শুরু হয়েছে ৪৪ হাজার ৭০০ রুবল (৫৬৩ মার্কিন ডলার) থেকে এবং প্রথম ফ্লাইটের সব টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া নর্ডউইন্ড এয়ারলাইন্সকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মাঝে সপ্তাহে দুবার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

তবে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থিতিশীল চাহিদা গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিকভাবে মাসে একবার ফ্লাইট পরিচালনা করা হবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মাঝে এখন পর্যন্ত কেবল সরাসরি বিমান যোগাযোগ ছিল উত্তর কোরিয়ার বিমান সংস্থা এয়ার কোরিয়োর। ভ্লাদিভস্তকগামী এই বিমান সংস্থা সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা রাশিয়ায় গোলাবারুদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করেছে। তবে মস্কো ও পিয়ংইয়ং এসব অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তার লক্ষ্যে ১০ হাজারের বেশি সৈন্য ও বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে পিয়ংইয়ং। চলতি মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন সঙ্কটের সমাধানে রাশিয়ার নেওয়া প্রচেষ্টায় উত্তর কোরিয়া শর্তহীনভাবে সমর্থনের জন্য প্রস্তুত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আড়াই বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ, দুর্ভোগে এলাকাবাসী

কয়েক দশক পর রাশিয়া-উত্তর কোরিয়া যাত্রীবাহী ফ্লাইট চালু

প্রকাশের সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

কয়েক দশকের পর উত্তর কোরিয়ার সঙ্গে যাত্রীবাহী বিমান চালুর ঘোষণা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) রাশিয়ার রাজধানী মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উদ্দেশে প্রথম যাত্রীবাহী রুশ ফ্লাইটের যাত্রা শুরুর কথা রয়েছে। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার মস্কো থেকে পিয়ংইয়ংয়ের উদ্দেশে সরাসরি যাত্রীবাহী ফ্লাইটের যাত্রা শুরু হবে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথম ফ্লাইটটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করবে বলে বিমানবন্দরের সময়সূচিতে বলা হয়েছে।

২০২২ সালের ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর সাবেক কমিউনিস্ট ব্লকের এই দুই মিত্র নিজেদের সম্পর্ক জোরদারে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। রুশ বিমান চলাচল খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্লগের তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ের পর এবারই প্রথম মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে।

এর আগে, গত জুনে মস্কো-পিয়ংইয়ংয়ের মাঝে পুনরায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনযোগে মস্কো থেকে পিয়ংইয়ংয়ে পৌঁছাতে সময় লাগবে ১০ দিন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ বলেছে, প্রায় আট ঘণ্টার ওই ফ্লাইটটি বোয়িং ৭৭৭-২০০ইআর মডেলের একটি উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। এই উড়োজাহাজে ৪৪০ জন যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে।

টিকিটের মূল্য শুরু হয়েছে ৪৪ হাজার ৭০০ রুবল (৫৬৩ মার্কিন ডলার) থেকে এবং প্রথম ফ্লাইটের সব টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া নর্ডউইন্ড এয়ারলাইন্সকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মাঝে সপ্তাহে দুবার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

তবে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থিতিশীল চাহিদা গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিকভাবে মাসে একবার ফ্লাইট পরিচালনা করা হবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মাঝে এখন পর্যন্ত কেবল সরাসরি বিমান যোগাযোগ ছিল উত্তর কোরিয়ার বিমান সংস্থা এয়ার কোরিয়োর। ভ্লাদিভস্তকগামী এই বিমান সংস্থা সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা রাশিয়ায় গোলাবারুদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করেছে। তবে মস্কো ও পিয়ংইয়ং এসব অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তার লক্ষ্যে ১০ হাজারের বেশি সৈন্য ও বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে পিয়ংইয়ং। চলতি মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন সঙ্কটের সমাধানে রাশিয়ার নেওয়া প্রচেষ্টায় উত্তর কোরিয়া শর্তহীনভাবে সমর্থনের জন্য প্রস্তুত রয়েছে।