নিজস্ব প্রতিবেদক :
আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। এর আগে আজ মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এই ঘোষণা দেন।
দুই দিনের স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সোমবার মধ্যরাতে এ তথ্য জানান।
নিজস্ব প্রতিবেদক 



















