নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে আজ থেকে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হচ্ছে।
সোমবার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এই কর্মসূচির সূচনা হচ্ছে। আগামী ৪ আগস্টের মধ্যেই দেশের প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ সম্পন্ন হবে।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার।
তিনি বলেণ, ৫ আগস্ট গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য আরও সময় লাগবে। কারণ, প্রচুর কাজ হবে।
এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।