নীলফামারী জেলা প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শিগগির আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে ফ্যাসিস্ট ঘুরে আসে।
তিনি বলেন, আপনারা জানেন ঢাকায় আমাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এটি প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে দুই দুইবার এই ঘটনাটি ঘটল। আমরা সারাদেশে পদযাত্রা করছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি। আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ভয় দেখানোর জন্য এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ত্যাগ নিয়ে সাজ্জাদ হোসেন শহীদের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন, বৃহস্পতিবার তার স্মরণে তৃতীয় দিনের পথযাত্রা পঞ্চগড়ে গিয়ে শেষ হবে।
তিনি বলেন, প্রশাসনের সংস্কার এবং সংবিধান পরিবর্তন এখন সময়ের দাবি। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বিগত এক বছরে আমাদের যত আশা-আকাঙ্ক্ষা ছিল, তার সঙ্গে প্রাপ্তির মিল পাইনি।
এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম।
এর আগে পদযাত্রাটি সৈয়দপুরে পৌঁছালে বিমানবন্দর সড়কের রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপি নেতাদের বরণ করে নেন জেলা আহ্বায়ক মো. আবদুল মজিদ, স্থানীয় নেতা তানজিমুল আলম মিন্টু প্রমুখ। পরে সৈয়দপুরে পদযাত্রা শেষ করে দলটি নীলফামারীর উদ্দেশে যাত্রা করে।