Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অভিযানে এখন পর্যন্ত ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় অভিযান চলছে।

আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের সূত্র থেকে জানা যায়, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবরঅ জানান তারা।

এদিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

প্রকাশের সময় : ১০:৫৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অভিযানে এখন পর্যন্ত ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় অভিযান চলছে।

আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের সূত্র থেকে জানা যায়, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবরঅ জানান তারা।

এদিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।