Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ড্রাফটের আগেই ৬ বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ালো বরিশাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আগেভাগেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতোমধ্যেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দলটি।

বরিশালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি অনুষ্ঠানে এমন তথ্য জানান ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান।

মিজান বলেন, ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে কৌশলগত কারণে এখনই কারও নাম প্রকাশ করছি না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে সে কে।

গত বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স ও ফাহিম আশরাফের মতো তারকারা। টুর্নামেন্ট শুরুর আগেই তারা জিমি নিশামকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল। তবে আরও বড় চমক ছিল, তাকে স্কোয়াডে রেখেও ফাইনালে না খেলানো।

এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘জিমি নিশাম আমাদের দলে ছিলেন, তবে তাকে খেলানো হয়নি। কারণ, আমাদের ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম স্কোয়াডে থাকতেন। কিন্তু চট্টগ্রাম ফাইনালে ওঠায় আমাদের কম্বিনেশন বদলাতে হয়। তবুও তিনি দলের সঙ্গে ছিলেন, পুরো সময়টা উপভোগ করেছেন এবং ড্রেসিংরুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পিতভাবে এগোয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ড্রাফটের আগেই ৬ বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ালো বরিশাল

প্রকাশের সময় : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আগেভাগেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতোমধ্যেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দলটি।

বরিশালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি অনুষ্ঠানে এমন তথ্য জানান ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান।

মিজান বলেন, ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে কৌশলগত কারণে এখনই কারও নাম প্রকাশ করছি না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে সে কে।

গত বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স ও ফাহিম আশরাফের মতো তারকারা। টুর্নামেন্ট শুরুর আগেই তারা জিমি নিশামকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল। তবে আরও বড় চমক ছিল, তাকে স্কোয়াডে রেখেও ফাইনালে না খেলানো।

এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘জিমি নিশাম আমাদের দলে ছিলেন, তবে তাকে খেলানো হয়নি। কারণ, আমাদের ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম স্কোয়াডে থাকতেন। কিন্তু চট্টগ্রাম ফাইনালে ওঠায় আমাদের কম্বিনেশন বদলাতে হয়। তবুও তিনি দলের সঙ্গে ছিলেন, পুরো সময়টা উপভোগ করেছেন এবং ড্রেসিংরুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পিতভাবে এগোয়।