Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম নগরীর ৩১ কিলোমিটার সড়কে স্থাপন হচ্ছে স্মার্ট এলইডি বাতি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আরো আলোকিত করতে স্মার্ট এলইডি বাতি স্থাপন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মহানগরীর ৩১ দশমিক ৬৩ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হবে, জানিয়ে চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এর মাধ্যমে নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচল নিশ্চিত হবে।

রোববার (২৯ জুন) চট্টগ্রাম নগরীর ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়কে খুঁটি স্থাপনের মাধ্যমে স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন চসিকের মেয়র।

মেয়র বলেছেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বিদ্যুৎ বাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-১, ধাপ-১)’ এবং ‘বিদ্যুৎ বাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-৫, ধাপ-১)’ শীর্ষক দুটি উপ-প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরের ১০টি ওয়ার্ডে মোট ৩১.৬৩ কিলোমিটার সড়কে ১৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫টি স্মার্ট এলইডি বাতি স্থাপন করা হবে। এ আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোকায়ন ব্যবস্থাকে স্মার্ট নগরীতে রূপান্তরের প্রথম ধাপ হিসেবে আমরা দেখছি। এটি শুধু নিরাপত্তাই নয়, সৌন্দর্যও বাড়াবে। এই স্মার্ট এলইডি বাতিগুলো ক্লাউড সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ও তত্ত্বাবধান করা যাবে। এর ফলে আলো চালু বা বন্ধ, যন্ত্রের ত্রুটি শনাক্ত এবং রক্ষণাবেক্ষণ আরো সহজ হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রাম নগরীর ৩১ কিলোমিটার সড়কে স্থাপন হচ্ছে স্মার্ট এলইডি বাতি

প্রকাশের সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আরো আলোকিত করতে স্মার্ট এলইডি বাতি স্থাপন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মহানগরীর ৩১ দশমিক ৬৩ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হবে, জানিয়ে চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এর মাধ্যমে নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচল নিশ্চিত হবে।

রোববার (২৯ জুন) চট্টগ্রাম নগরীর ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়কে খুঁটি স্থাপনের মাধ্যমে স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন চসিকের মেয়র।

মেয়র বলেছেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বিদ্যুৎ বাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-১, ধাপ-১)’ এবং ‘বিদ্যুৎ বাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-৫, ধাপ-১)’ শীর্ষক দুটি উপ-প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরের ১০টি ওয়ার্ডে মোট ৩১.৬৩ কিলোমিটার সড়কে ১৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫টি স্মার্ট এলইডি বাতি স্থাপন করা হবে। এ আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোকায়ন ব্যবস্থাকে স্মার্ট নগরীতে রূপান্তরের প্রথম ধাপ হিসেবে আমরা দেখছি। এটি শুধু নিরাপত্তাই নয়, সৌন্দর্যও বাড়াবে। এই স্মার্ট এলইডি বাতিগুলো ক্লাউড সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ও তত্ত্বাবধান করা যাবে। এর ফলে আলো চালু বা বন্ধ, যন্ত্রের ত্রুটি শনাক্ত এবং রক্ষণাবেক্ষণ আরো সহজ হবে।