বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সামাজিক উন্নয়ন সংগঠন আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বাউফল উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে বিনামূল্যে এ চিকিৎসাসেবা ওষুধ বিতরণ করা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসা কর্মকর্তা আবু বকর বিন সাঈদ শুক্রবার (২৭ জুন) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত দুইজন ৯৬ জন রোগিকে এই সেবা প্রদাণ করেছেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন জামায়াতে ইসলামী কালাইয়া ইউনিয়ন শাখার বাইতুল মাল বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কালাইয়া ইউনিয়ন শাখার ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসেন বাউফল উন্নয়ন ফোরামের কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. নূরুল ইসলাম সিদ্দিকী মাসুম ও সাধারণ সম্পাদক আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান ও কালাইয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের অনন্য নেতৃবৃন্দ। ইবনে সিনা ওষুধ কোম্পানির বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ কাওছার।
বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে দীর্ঘ ১০ বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বছরে কমপক্ষে চারবার বিনামূল্যে চিকিৎসাসেবা, গ্রামীণ সড়ক মেরামত, দরিদ্র নারীদের মাঝে সেলাইন মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ফরম পূরণে আর্থিক সহায়তা, দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে আসছেন।