খুলনা জেলা প্রতিনিধি :
বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর অধিকাংশ সড়ক। বৃষ্টিতে অলি-গলিগুলো ছাড়াও প্রধান প্রধান সড়কগুলো পানিতে থৈ থৈ করছে। অধিকাংশ বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে।
মঙ্গলবার (১৭ জুন) বৃষ্টিতে অধিকাংশ সড়কে হাঁটুপানি জমেছে। সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় কোথাও কোথাও সড়কে যানবাহন আটকা পড়েছে। ফলে যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খুলনা শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যে রয়্যাল মোড়, বাইতিপাড়া, খানজাহান আলী সড়ক, শামসুর রহমান রোড, আহসান আহমেদ রোড, বাস্তুহারা, চানমারী, লবণচরা, টুটপাড়া এবং মিস্ত্রিপাড়াসহ বেশ কিছু নিম্নাঞ্চল রয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন।
দোলখোলা এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার শাহনাওয়াজ জানান, বৃষ্টিতে ঘরে পানি উঠার উপক্রম হয়েছে। এলাকায় সড়ক সংস্কার এবং ড্রেনেজ উন্নয়ন কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে এলাকার মানুষের। উন্নয়ন কাজের কারণে সড়কের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে সরু রাখা হচ্ছে, ফলে যান চলাচলে দেখা দিচ্ছে প্রতিবন্ধকতা। এতে বাড়ছে যানজট এবং জনদুর্ভোগ। এরইমধ্যে যুক্ত হয়েছে বৃষ্টি আর জলাবদ্ধতা।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, সোমবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা এ বছরের সর্বোচ্চ বৃষ্টি।