Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (১৮) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সের ভেতর চালক ঘুমিয়ে পড়ায় অনিকই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (১৪ জুন) সকাল ৭টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে কুষ্টিয়ার একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকের সহকারী হিসেবে কাজ করত।

বিষয়টি নিশ্চিত করে কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, আজ সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে পৌঁছালে অ্যাম্বুলেন্সটির সামনের চাকা ফেটে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, নিহত অনিক অ্যাম্বুলেন্সের চালকের সহকারী। চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন এবং অনিক গাড়ি চালিয়ে মেহেরপুর যাচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকেও জব্দ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (১৮) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সের ভেতর চালক ঘুমিয়ে পড়ায় অনিকই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (১৪ জুন) সকাল ৭টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে কুষ্টিয়ার একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকের সহকারী হিসেবে কাজ করত।

বিষয়টি নিশ্চিত করে কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, আজ সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে পৌঁছালে অ্যাম্বুলেন্সটির সামনের চাকা ফেটে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, নিহত অনিক অ্যাম্বুলেন্সের চালকের সহকারী। চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন এবং অনিক গাড়ি চালিয়ে মেহেরপুর যাচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকেও জব্দ করা হয়েছে।