Dhaka মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় নারীর টানে বাড়ি আসা মানুষগুলো এখন কর্মস্হলে ফিরছেন

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা 
পবিত্র ইদুল আযহার সরকারী ছুটির বাকি আর মাত্র  একদিন। তাই নারীর টানে বাড়িতে আসা অধিকাংশ মানুষ ফিরছেন কর্মস্থলে।
বৃহস্পতিবার (১২ জুন) রাত থেকেই এসব মানুষ তাদের কর্মস্থলে ফিরতে শুরু করে। তবে শুক্রবার (১৩ জুন) সকাল থেকে উপজেলার সকল বাস টার্মিনালে ঢাকাগামী মানুষের ভীড় লক্ষ্য করা যায়। প্রতিনিয়ত উপজেলার বাস টার্মিনালগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে শতাধিক দূরপাল্লার পরিবহন। ১৫ তারিখ পর্যন্ত এসব বাসের অধিকাংশ টিকিট বিক্রি শেষ। এদিকে আন্ত:জেলা বাসেও কমতি নেই যাত্রীদের। এবছর ভাড়া নিয়েও যাত্রীদের নেই তেমন কোন অভিযোগ।
চট্টগ্রাম থেকে আসা কুয়াকাটার এক গার্মেন্টস কর্মি মো, নিজাম মিয়া বলেন,আমি পরিবার সহ কোরবানির দুই দিন আগে বাড়িতে আসছি। আজকে চলে যাবো।আমি সৌদিয়া পরিবহনে  পাঁচটি টিকিট কাটছি কোরবানির আগের দিন(৬ তারিখ), তাও টিকিট পেতে অনেক কষ্ট হয়েছে।
ঢাকা গাজীপুর থেকে আসা মহিপুরের এক ঝুট ব্যবসায়ী আ: রহিম বলেন, আজকে ৪/৫ দিন যাবৎ ঢাকার টিকেট খুজে না পেয়ে লোকল বরিশালের গাড়িতে উঠলাম তাও অনেক কষ্টে।ওখান থেকে লঞ্চে ঢাকা যাবো।কলাপাড়া -কুয়াকাটা থেকে দূরপাল্লার কোন পরিবহনে আগামী ১৫ জুন পর্যন্ত কোন টিকেট নেই।
জনপ্রিয় খবর

আবহাওয়া

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি

কলাপাড়ায় নারীর টানে বাড়ি আসা মানুষগুলো এখন কর্মস্হলে ফিরছেন

প্রকাশের সময় : ০৫:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা 
পবিত্র ইদুল আযহার সরকারী ছুটির বাকি আর মাত্র  একদিন। তাই নারীর টানে বাড়িতে আসা অধিকাংশ মানুষ ফিরছেন কর্মস্থলে।
বৃহস্পতিবার (১২ জুন) রাত থেকেই এসব মানুষ তাদের কর্মস্থলে ফিরতে শুরু করে। তবে শুক্রবার (১৩ জুন) সকাল থেকে উপজেলার সকল বাস টার্মিনালে ঢাকাগামী মানুষের ভীড় লক্ষ্য করা যায়। প্রতিনিয়ত উপজেলার বাস টার্মিনালগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে শতাধিক দূরপাল্লার পরিবহন। ১৫ তারিখ পর্যন্ত এসব বাসের অধিকাংশ টিকিট বিক্রি শেষ। এদিকে আন্ত:জেলা বাসেও কমতি নেই যাত্রীদের। এবছর ভাড়া নিয়েও যাত্রীদের নেই তেমন কোন অভিযোগ।
চট্টগ্রাম থেকে আসা কুয়াকাটার এক গার্মেন্টস কর্মি মো, নিজাম মিয়া বলেন,আমি পরিবার সহ কোরবানির দুই দিন আগে বাড়িতে আসছি। আজকে চলে যাবো।আমি সৌদিয়া পরিবহনে  পাঁচটি টিকিট কাটছি কোরবানির আগের দিন(৬ তারিখ), তাও টিকিট পেতে অনেক কষ্ট হয়েছে।
ঢাকা গাজীপুর থেকে আসা মহিপুরের এক ঝুট ব্যবসায়ী আ: রহিম বলেন, আজকে ৪/৫ দিন যাবৎ ঢাকার টিকেট খুজে না পেয়ে লোকল বরিশালের গাড়িতে উঠলাম তাও অনেক কষ্টে।ওখান থেকে লঞ্চে ঢাকা যাবো।কলাপাড়া -কুয়াকাটা থেকে দূরপাল্লার কোন পরিবহনে আগামী ১৫ জুন পর্যন্ত কোন টিকেট নেই।