Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিজমা বিরোধের জেরে সংঘর্ষে আহত রহিম জোমাদ্দার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টায় তার মৃত্যু হয়। রহিম জোমাদ্দার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরঅডেল গ্রামের রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, স্থানীয় কামাল হাওলাদারের (৫৮) সঙ্গে রহিম জোমাদ্দারের জমিজমা নিয়ে দির্ঘ দিনের বিরোধ চলছিল।গত বুধবার (১১ জুন)সন্ধা সাতটার দিকেকামাল হাওলাদার লোকজন দেশিও অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে রহিম জোমাদ্দারের বাড়ি গিয়ে তার (রহিম জোমাদ্দার) ওপরহামলা চালায়। এ সময় রহিম জোমাদ্দার জখম হলে তাকে বাঁচাতে তার দুই ছেলে রিয়াজ জোমাদ্দার (২৫) ও হাসান জোমাদ্দার (২২) এগিয়ে আসলে তাদের উপর হামলা করে জখম করা হয়।

ওই দিন রাতেই আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলেরিয়াজ ও হাসানভর্তি করলেও গুরুতর আহত রহিম জোমাদ্দারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় রহিম জোমাদ্দারের মৃত্যু হয়।

কামাল হাওলাদারের ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায়অভিযোগের বিষয় বক্তব্য নেওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা স্বিকার করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম গাজী।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাউফলে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিজমা বিরোধের জেরে সংঘর্ষে আহত রহিম জোমাদ্দার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টায় তার মৃত্যু হয়। রহিম জোমাদ্দার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরঅডেল গ্রামের রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, স্থানীয় কামাল হাওলাদারের (৫৮) সঙ্গে রহিম জোমাদ্দারের জমিজমা নিয়ে দির্ঘ দিনের বিরোধ চলছিল।গত বুধবার (১১ জুন)সন্ধা সাতটার দিকেকামাল হাওলাদার লোকজন দেশিও অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে রহিম জোমাদ্দারের বাড়ি গিয়ে তার (রহিম জোমাদ্দার) ওপরহামলা চালায়। এ সময় রহিম জোমাদ্দার জখম হলে তাকে বাঁচাতে তার দুই ছেলে রিয়াজ জোমাদ্দার (২৫) ও হাসান জোমাদ্দার (২২) এগিয়ে আসলে তাদের উপর হামলা করে জখম করা হয়।

ওই দিন রাতেই আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলেরিয়াজ ও হাসানভর্তি করলেও গুরুতর আহত রহিম জোমাদ্দারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় রহিম জোমাদ্দারের মৃত্যু হয়।

কামাল হাওলাদারের ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায়অভিযোগের বিষয় বক্তব্য নেওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা স্বিকার করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম গাজী।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।