Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাচ হেরে শাহরুখের তোপের মুখে সাকিবরা

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ২১১ জন দেখেছেন

শাহরুখ খান

আইপিএল এর দ্বিতীয় ম্যাচে জয়ের কাছাকাছি এসে হেরেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটা তো কলকাতা নাইট রাইডার্সের হাতের মুঠোতেই! ২৯ বলে দরকার ছিল মাত্র ৩১ রান। সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকদের মতো তারকারা আছেন দলে। কাজটা কি খুব কঠিন ছিল?

তবু কলকাতা লক্ষ্যটা তাড়া করতেই পারল না, মুখ থুবড়ে পড়ে ১০ রান বাকি থাকতেই। এজন্যেই দলের মালিক শাহরুখ খান চটেছেন বেশ, সাম্প্রতিক টুইটে দলের ওপর ঝেড়েছেন ক্ষোভ।

তবে দলের হারার ধরনও বেশ উদ্বেগজনক হওয়ার কথা শাহরুখ খানের জন্য। দলের তারকাখচিত মিডল অর্ডার যে রান পাচ্ছে না আদৌ! মঙ্গলবার রাতে ১৫৩ রানের লক্ষ্যটা নিতিশ রানা ও শুবমান গিলের কল্যাণে ছোটই হয়ে এসছিল কলকাতার কাছে।

কিন্তু কলকাতার মিডল অর্ডার যে সহজ কাজটাই করতে পারল না! শেষ পাঁচ ওভারে রান নিতে পেরেছে মোটে ২২, ফলে হারের বিস্বাদও নিতে হয় দলটিকে।

এরপরই এল মালিক শাহরুখ খানের এক টুইট। যেখানে নিজের হতাশা ঝেড়ে বলিউড বাদশাহ লিখেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত ভক্ত-সমর্থকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পার তোমরা।’

অথচ শুরুটা যেভাবে করেছিলেন সাকিবরা তাতে তেমন কিছুর আভাস পাওয়া যাচ্ছিল না আদৌ। শুরুতে হরভজন, মাঝে সাকিব আর শেষে আন্দ্রে রাসেলের সাশ্রয়ী বোলিংয়ে রোহিত শর্মার দলকে ১৫২ রানেই বেধে রেখেছিল কলকাতা। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে জয়টা ঠিকই অধরা রয়ে যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

ম্যাচ হেরে শাহরুখের তোপের মুখে সাকিবরা

প্রকাশের সময় : ০১:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

আইপিএল এর দ্বিতীয় ম্যাচে জয়ের কাছাকাছি এসে হেরেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটা তো কলকাতা নাইট রাইডার্সের হাতের মুঠোতেই! ২৯ বলে দরকার ছিল মাত্র ৩১ রান। সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকদের মতো তারকারা আছেন দলে। কাজটা কি খুব কঠিন ছিল?

তবু কলকাতা লক্ষ্যটা তাড়া করতেই পারল না, মুখ থুবড়ে পড়ে ১০ রান বাকি থাকতেই। এজন্যেই দলের মালিক শাহরুখ খান চটেছেন বেশ, সাম্প্রতিক টুইটে দলের ওপর ঝেড়েছেন ক্ষোভ।

তবে দলের হারার ধরনও বেশ উদ্বেগজনক হওয়ার কথা শাহরুখ খানের জন্য। দলের তারকাখচিত মিডল অর্ডার যে রান পাচ্ছে না আদৌ! মঙ্গলবার রাতে ১৫৩ রানের লক্ষ্যটা নিতিশ রানা ও শুবমান গিলের কল্যাণে ছোটই হয়ে এসছিল কলকাতার কাছে।

কিন্তু কলকাতার মিডল অর্ডার যে সহজ কাজটাই করতে পারল না! শেষ পাঁচ ওভারে রান নিতে পেরেছে মোটে ২২, ফলে হারের বিস্বাদও নিতে হয় দলটিকে।

এরপরই এল মালিক শাহরুখ খানের এক টুইট। যেখানে নিজের হতাশা ঝেড়ে বলিউড বাদশাহ লিখেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত ভক্ত-সমর্থকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পার তোমরা।’

অথচ শুরুটা যেভাবে করেছিলেন সাকিবরা তাতে তেমন কিছুর আভাস পাওয়া যাচ্ছিল না আদৌ। শুরুতে হরভজন, মাঝে সাকিব আর শেষে আন্দ্রে রাসেলের সাশ্রয়ী বোলিংয়ে রোহিত শর্মার দলকে ১৫২ রানেই বেধে রেখেছিল কলকাতা। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে জয়টা ঠিকই অধরা রয়ে যায়।