Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ১৩ লাখ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩২ হাজার যানবাহন এ সেতু দিয়ে পারাপার হয়েছে। একইদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।

বুধবার (১১ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল তথ্য নিশ্চিত করেছেন।

আহসানুল কবীর পাভেল বলেন, বুধবার (১১ জুন) পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৩ হাজার ২৮৬টি এবং এদিক থেকে টোল আদায় হয়েছে ৯৮ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৭১২টি এবং আদায় হয় ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা। সবমিলিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।

তিনি বলেন, যানবাহনের চাপ বাড়লেও সেতুর পশ্চিম পাড়ে এখনো যানজটের কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি। হাইওয়ে পুলিশ, টোল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঢাকামুখী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

সরেজমিনে সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা যায়, যানবাহনের চাপ বাড়লেও সেতুর পশ্চিম পাড়ে এখনো যানজটের কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি। হাইওয়ে পুলিশ, টোল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঢাকামুখী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

ঈদের ছুটি শেষ হওয়ায় বৃহস্পতিবার (১২ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত যানবাহনের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, আগামী রোববার (১৫ জুন) থেকে দেশের অফিস আদালত খুলে যাবে। তাই উত্তরবঙ্গের মানুষের চাপ বাড়বে সিরাজগঞ্জ মহাসড়কে। আমরা আশা করছি, চাপ বাড়লেও যানজট হবে না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ১৩ লাখ

প্রকাশের সময় : ১২:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩২ হাজার যানবাহন এ সেতু দিয়ে পারাপার হয়েছে। একইদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।

বুধবার (১১ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল তথ্য নিশ্চিত করেছেন।

আহসানুল কবীর পাভেল বলেন, বুধবার (১১ জুন) পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৩ হাজার ২৮৬টি এবং এদিক থেকে টোল আদায় হয়েছে ৯৮ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৭১২টি এবং আদায় হয় ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা। সবমিলিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।

তিনি বলেন, যানবাহনের চাপ বাড়লেও সেতুর পশ্চিম পাড়ে এখনো যানজটের কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি। হাইওয়ে পুলিশ, টোল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঢাকামুখী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

সরেজমিনে সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা যায়, যানবাহনের চাপ বাড়লেও সেতুর পশ্চিম পাড়ে এখনো যানজটের কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি। হাইওয়ে পুলিশ, টোল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঢাকামুখী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

ঈদের ছুটি শেষ হওয়ায় বৃহস্পতিবার (১২ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত যানবাহনের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, আগামী রোববার (১৫ জুন) থেকে দেশের অফিস আদালত খুলে যাবে। তাই উত্তরবঙ্গের মানুষের চাপ বাড়বে সিরাজগঞ্জ মহাসড়কে। আমরা আশা করছি, চাপ বাড়লেও যানজট হবে না।