পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান গত সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে ওঠে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গান-আড্ডায় স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে মঠখোলা বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু তাপস কুমার রায়।
বিদ্যালয়ের সাবেক ছাত্র আয়োজক কমিটির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আল আশরাফ মামুনের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের সচিব লুৎফুর রহমান কাশেম, নৌ পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সাত্তার, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার লিটন, গাজীপুর মহানগর পুলিশ সুপার আশরাফুল আলম শরীফ, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সুচিত্রা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে স্বাগত বক্তব্য, পরিচিতি পর্ব, স্মৃতিচারণা, সম্মামনা প্রদান, র্যাফেল ড্র এবং প্রানবন্ত নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলেন। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।
আয়োজক কমিটির সদস্য সচিব খন্দকার আল আশরাফ মামুন বলেন, কৈশোর বেলার আবেগ-ভালোবাসার কেন্দ্রবিন্দু ছিল এই বিদ্যালয়। পুনর্মিলনীর মাধ্যমে এই বিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যে আত্মার সম্পর্ক গড়ে ওঠেছে সেটাকে কাজে লাগিয়ে বিদ্যালয়টিকে বাংলাদেশের বুকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।