Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে চালকের ঘুমে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামে বাসের হেলপারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ১৯ জন। দুর্ঘটনা কবলিত বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মো. মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুনায়েদ একপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। এ সময় সড়কে থাকা ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশের দল। সেখান থেকে অন্তত ১৯ যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় হাসপাতালে ১৯ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ভর্তি থাকা রোগীদের চিকিৎসকরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে চালকের ঘুমে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

প্রকাশের সময় : ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামে বাসের হেলপারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ১৯ জন। দুর্ঘটনা কবলিত বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মো. মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুনায়েদ একপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। এ সময় সড়কে থাকা ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশের দল। সেখান থেকে অন্তত ১৯ যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় হাসপাতালে ১৯ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ভর্তি থাকা রোগীদের চিকিৎসকরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।