Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আলিফ হত্যাসহ ৫ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামে আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ কোতোয়ালি থানায় দায়ের হওয়া মোট পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এ আদেশ দেওয়া হয়। জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় আসামিপক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদন করে। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে বিচারক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় কোতোয়ালি থানায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ইসকন অনুসারীরা চট্টগ্রামে বিক্ষোভে নামে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের এক পর্যায়ে, আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নিহত হন। ঘটনার দিন দুপুরের পর বিক্ষোভকারীরা আদালত এলাকা ঘিরে বিভিন্ন দোকান ও স্থাপনায় ভাঙচুর চালায়।

এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ২৯ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও, ওই ঘটনার জেরে পুলিশ ও অন্যান্য ভুক্তভোগীরা আরও চারটি পৃথক মামলা করেন, যা একই থানায় রুজু হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

আলিফ হত্যাসহ ৫ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

প্রকাশের সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামে আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ কোতোয়ালি থানায় দায়ের হওয়া মোট পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এ আদেশ দেওয়া হয়। জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় আসামিপক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদন করে। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে বিচারক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় কোতোয়ালি থানায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ইসকন অনুসারীরা চট্টগ্রামে বিক্ষোভে নামে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের এক পর্যায়ে, আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নিহত হন। ঘটনার দিন দুপুরের পর বিক্ষোভকারীরা আদালত এলাকা ঘিরে বিভিন্ন দোকান ও স্থাপনায় ভাঙচুর চালায়।

এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ২৯ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও, ওই ঘটনার জেরে পুলিশ ও অন্যান্য ভুক্তভোগীরা আরও চারটি পৃথক মামলা করেন, যা একই থানায় রুজু হয়।