Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানের লামায় ৬০ পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা

বান্দরবান জেলা প্রতিনিধি : 

টানা ভারী বর্ষণে বান্দরবানে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় জেলার লামা উপজেলার পাহাড়ের ঢালুতে অবস্থিত ঝুঁকিপূর্ণ ৬০টি রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ জুন) লামা উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভূমিধসে প্রাণহানির ঝুঁকি এড়াতে মিরিঞ্জা ভ্যালিসহ উপজেলার ৬০টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনায় রিসোর্টগুলো আবারো চালু করা হবে।

লামা উপজেলা পর্যটন শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে রিসোর্টগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও রিসোর্ট মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিভারি বৃষ্টিপাতের ফলে জেলায় ভূমিধসের শঙ্কা রয়েছে।

বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী বলেন, টানা বৃষ্টিতে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলার সাতটি উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওদের সমন্বয়ে ‘দুর্যোগকালীন জরুরি সেবা কমিটি’ গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

বান্দরবানের লামায় ৬০ পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা

প্রকাশের সময় : ০৯:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বান্দরবান জেলা প্রতিনিধি : 

টানা ভারী বর্ষণে বান্দরবানে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় জেলার লামা উপজেলার পাহাড়ের ঢালুতে অবস্থিত ঝুঁকিপূর্ণ ৬০টি রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ জুন) লামা উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভূমিধসে প্রাণহানির ঝুঁকি এড়াতে মিরিঞ্জা ভ্যালিসহ উপজেলার ৬০টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনায় রিসোর্টগুলো আবারো চালু করা হবে।

লামা উপজেলা পর্যটন শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে রিসোর্টগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও রিসোর্ট মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিভারি বৃষ্টিপাতের ফলে জেলায় ভূমিধসের শঙ্কা রয়েছে।

বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী বলেন, টানা বৃষ্টিতে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলার সাতটি উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওদের সমন্বয়ে ‘দুর্যোগকালীন জরুরি সেবা কমিটি’ গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে।