রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালীতে গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন।
শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) এবং আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)। তারা দুজনেই পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান।
তিনি বলেন, কুষ্টিয়া থেকে গরুবোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় এসে একটি অটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আমরা দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি।
বাংলাদেশ হাট এলাকায় বাসিন্দা ও কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোর-ঠ-১১-১৯৭৩ নম্বরের একটি গরুবোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন। রাস্তা পিচ্ছিল থাকার কারণে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে দাবি করেন তিনি।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে ব্যবসায়ীরা একটি ট্রাকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে গরুবোঝাই ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিকভাবে কালুখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।