বিনোদন ডেস্ক :
ভালোবেসে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন নির্মাণের মাধ্যমে খ্যাতি লাভ করা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০১০ সালের জুলাইয়ে বিয়ে করেন তারা। আর এর প্রায় পনেরো বছর পর অভিনেত্রীর সঙ্গে প্রেমের গভীরতার গল্প জানালেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী।
মন্ত্রণালয়ের কাজের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যের সময় উপদেষ্টা বলেন, কুমিল্লায় নাটকের শুটিং করতে গিয়ে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে প্রেমের গভীরতা তৈরি হয়।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে কুমিল্লায় জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের প্রেমের প্রসঙ্গেও কথা বলেন।
তিনি বলেন, কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন আমি কুমিল্লায় বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম মানে আমি যাকে বিয়ে করেছি পরে, তিশা (নুসরাত ইমরোজ তিশা); আমার প্রেমের গভীরতা শুরু হয় কুমিল্লাতে। ‘ক্যারাম’ নামে একটি প্রডাকশন করতে এসে। কুমিল্লাতে যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি আছে তা নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে।
এখানেই শেষ না উপদেষ্টা যোগ করেন, কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম, কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে, সেগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতো।
বলে রাখা ভালো দীর্ঘদিন প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই নুসরাত ইমরোজ তিশাকে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে, নাম ইলহাম নুসরাত ফারুকী।
বিনোদন ডেস্ক 
























