নিজস্ব প্রতিবেদক :
আগামী বছরের ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলেই ভালো হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
রোববার (২৫ মে) সন্ধ্যায় দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি। আমরা বলেছি আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে যথাসম্ভব নির্বাচন আয়োজন করার জন্য। তবে সেটা চাপিয়ে দিয়ে নয়, তিনি তার সুবিধামতো সময়ে নির্বাচন করবেন।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভালো সময় তৈরি হলে নির্বাচনের রোডম্যাপ তৈরি করবেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। কোনো কোনো উপদেষ্টার কারণে ঐক্যে ফাটল ধরেছে। এখন উভয়কেই সহনশীল হতে হবে। সবাইকে সঙ্গে রাখতে হবে।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে বলেছি আপনি যদি দায়িত্ব ছেড়ে দেন এখন, তাহলে নির্বাচন, সংস্কার–সবকিছু অনিশ্চিত হয়ে যাবে। জাতি দিশেহারা হয়ে যাবে।
মঞ্জু বলেন, প্রধান উপদেষ্টা কেন পদত্যাগ করতে চেয়েছিলেন জানতে চাইলে তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে তিনি শঙ্কায় ছিলেন। আমরা বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করা ও বিশেষ করে বিএনপির সঙ্গে দূরত্ব কমানোর কথা। সেই সঙ্গে সংস্কার ও নির্বাচনের কথা বলে এসেছি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমরা বলেছি, ছাত্রদের যে ঐক্যটা থাকা দরকার ছিল, জেনজি, মাদ্রাসার ছাত্র, পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র আন্দোলনে ছিল তাদের ঐক্যটা ধরে রাখা যায়নি। কখনো কখনো ঐক্য বিনষ্ট করার জন্য উপদেষ্টারা কাজ করেছে। সব বিষয় বিশ্লেষণ করে স্থিতিশীল অবস্থা তৈরির কথা বলেছি। প্রয়োজনে উপদেষ্টা পরিষদ যদি রিসাফল করতে হবে বলে মনে করেন, সেটা করতে বলেছি। আমরা মনে করি, ইগোর কারণে আজকের এ অবস্থা।
মঞ্জু বলেন, চারটা পক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসনসহ পুলিশ, সেনাবাহিনী, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এখানে গ্যাপ পূরণ করতে সমঝোতামূলক পদক্ষেপ নিতে বলেছি।
তিনি বলেন, সর্বশেষ আবেদন ছিল দায়িত্ব ছেড়ে দিলে, উপদেষ্টা পরিষদ পদত্যাগ করলে সেটাই যদি কল্যাণকর হতো তাহলে আমরা সেটাই বলতাম। কিন্তু আমাদের কাছে কোনো বিকল্প নেই। আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি পদত্যাগ করেন তাহলে নির্বাচন-সংস্কার সবকিছু অনিশ্চিত হয়ে পড়বে। সুতরাং আপনাকে থাকতে হবে, আপনি পদত্যাগের চিন্তা করতে পারবেন না। আপনার, আমার, আমাদের সবার পরাজয়ের সুযোগ নেই। আমাদের সফল হতেই হবে।
রোডম্যাপ নিয়ে এক প্রশ্নের জবাবে সম্পর্কে এবি পার্টির চেয়ারম্যান বলেন, স্থিতিশীল একটা অবস্থানে গেলে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করবেন। তবে উনি বলেছেন আমি কিন্তু নানা কারণে অত্যন্ত হতাশ। বৈঠকে সিনিয়র রাজনীতিবিদরা ছিলেন, তারা বলেছেন যে আপনি হতাশ হবেন না। আপনাদের যে সমস্যা-ত্রুটিগুলো আছে সেগুলো দূর করে এগিয়ে যান।