Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে আলোনসো

স্পোর্টস ডেস্ক : 

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবলই আনুষ্ঠানিক ঘোষণার। সান্তিয়াগো বের্নাবেউ থেকে কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পরদিনই, শাবি আলোনসোকে নিয়োগের কথা জানাল রিয়াল মাদ্রিদ।

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন ক্লাবটির সাবেক এই ফুটবলার। সোমবার (২৬ মে) তাকে প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলেও ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে।

লা লিগার শেষ রাউন্ডে শনিবার (২৪ মে) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় মেয়াদে পথচলা শেষ হয়েছে ক্লাবের ইতিহাসের সফলতম কোচ আনচেলত্তির।

বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে নতুন ইতিহাস গড়া আলোনসো ২০২৮ সালের জুন পর্যন্ত মাদ্রিদের দলটির দায়িত্বে থাকবেন।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘পরবর্তী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো আগামী ১ জুন দায়িত্ব গ্রহণ করে সেটা সামলাবেন ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।’

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স দিনে দিনে যত এলোমেলো হয়েছে, ততই ক্লাবটিতে আনচেলত্তির অবস্থান নড়বড়ে হয়েছে এবং আলোন্সোকে নিয়ে গুঞ্জন জোরাল হয়েছে। গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের আর্সেনালের বিপক্ষে দুই লেগের লড়াইয়ে বিধ্বস্ত হওয়ার পরই মূলত সবকিছু একরকম পাকা হয়ে যায়।

আর চলতি মাসে লা লিগায় এবং মৌসুমে সব মিলিয়ে চতুর্থবার বার্সেলোনার বিপক্ষে পরাজিত হওয়ার পরই, আনচেলত্তির বিদায় নিশ্চিত হয়ে যায়। বাকি ছিল কেবল শূন্যস্থান পূরণে আলোনসোর আসার চূড়ান্ত খবর। দুই দিন আগে সংবাদ সম্মেলনে সেটাও জানিয়ে দেন আনচেলত্তি।

লা লিগায় ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া রিয়াল মাদ্রিদ কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও চিরপ্রতিদ্বন্দীদের বিপক্ষে হেরে যায়।

দলটিতে তারকার কমতি কখনও ছিল না, এখনও নেই। তারপরও, এমন শিরোপাশূন্য মৌসুম কাটিয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানো খুবই চ্যালেঞ্জিং। এজন্য খুব বেশি সময়ও পাচ্ছেন না আলোন্সো। আগামী মাসের মাঝামাঝি শুরু হতে যাওয়া মাসব্যাপী ক্লাব বিশ্বকাপ হবে তার প্রথম মিশন।

সাবেক এই মিডফিল্ডার অবশ্য তার কোচিংয়ে সামর্থ্যের প্রমাণ ইতোমধ্যে ভালোভাবেই দিয়েছেন।

২০২২ সালে বায়ার লেভারকুজেনে যোগ দিয়ে, প্রথম কোনো ক্লাবের মূল দলের কোচ হিসেবে যাত্রা শুরু হয় আলোনসোর। ছন্নছাড়া দলকে নিজের অভিষেক মৌসুমের বাকি অংশে পথে ফেরানোর কাজ এগিয়ে নেন তিনি। আর পরের মৌসুমে চমকের ওপর চমক দেখিয়ে, বুন্ডেসলিগার ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকে শিরোপা জয় করে তার দল।

ওই মৌসুমে জার্মান কাপও জিতেছিল লেভারকুজেন। অপরাজিত থেকে উঠেছিল ইউরোপা লিগের ফাইনালে, যদিও শিরোপা লড়াইয়ে হেরে যায় রোমার বিপক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে সেবার ইউরোপিয়ান রেকর্ড টানা ৫১ ম্যাচ অপরাজিত ছিল আলোনসোর লেভারকুজেন।

চলতি মৌসুমে অবশ্য সেই দাপট আর দেখাতে পারেনি দলটি। বায়ার্ন মিউনিখের অনেক পেছনে থেকে বুন্ডেসলিগায় হয়েছে রানার্সআপ। জার্মান কাপেও পারেনি শিরোপা ধরে রাখতে। তবে বুন্ডেসলিগায় প্রতিপক্ষের মাঠে সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে লেভারকুজেন। তাতে সব মিলিয়ে আলোন্সো অধ্যায় দুর্দান্ত সফল বলেই বিবেচিত হবে। এবার তার সামনে ইউরোপের সফলতম ক্লাবকে সাফল্যের পথে ফেরানোর চ্যালেঞ্জ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে আলোনসো

প্রকাশের সময় : ০৮:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবলই আনুষ্ঠানিক ঘোষণার। সান্তিয়াগো বের্নাবেউ থেকে কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পরদিনই, শাবি আলোনসোকে নিয়োগের কথা জানাল রিয়াল মাদ্রিদ।

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন ক্লাবটির সাবেক এই ফুটবলার। সোমবার (২৬ মে) তাকে প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলেও ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে।

লা লিগার শেষ রাউন্ডে শনিবার (২৪ মে) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় মেয়াদে পথচলা শেষ হয়েছে ক্লাবের ইতিহাসের সফলতম কোচ আনচেলত্তির।

বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে নতুন ইতিহাস গড়া আলোনসো ২০২৮ সালের জুন পর্যন্ত মাদ্রিদের দলটির দায়িত্বে থাকবেন।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘পরবর্তী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো আগামী ১ জুন দায়িত্ব গ্রহণ করে সেটা সামলাবেন ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।’

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স দিনে দিনে যত এলোমেলো হয়েছে, ততই ক্লাবটিতে আনচেলত্তির অবস্থান নড়বড়ে হয়েছে এবং আলোন্সোকে নিয়ে গুঞ্জন জোরাল হয়েছে। গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের আর্সেনালের বিপক্ষে দুই লেগের লড়াইয়ে বিধ্বস্ত হওয়ার পরই মূলত সবকিছু একরকম পাকা হয়ে যায়।

আর চলতি মাসে লা লিগায় এবং মৌসুমে সব মিলিয়ে চতুর্থবার বার্সেলোনার বিপক্ষে পরাজিত হওয়ার পরই, আনচেলত্তির বিদায় নিশ্চিত হয়ে যায়। বাকি ছিল কেবল শূন্যস্থান পূরণে আলোনসোর আসার চূড়ান্ত খবর। দুই দিন আগে সংবাদ সম্মেলনে সেটাও জানিয়ে দেন আনচেলত্তি।

লা লিগায় ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া রিয়াল মাদ্রিদ কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও চিরপ্রতিদ্বন্দীদের বিপক্ষে হেরে যায়।

দলটিতে তারকার কমতি কখনও ছিল না, এখনও নেই। তারপরও, এমন শিরোপাশূন্য মৌসুম কাটিয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানো খুবই চ্যালেঞ্জিং। এজন্য খুব বেশি সময়ও পাচ্ছেন না আলোন্সো। আগামী মাসের মাঝামাঝি শুরু হতে যাওয়া মাসব্যাপী ক্লাব বিশ্বকাপ হবে তার প্রথম মিশন।

সাবেক এই মিডফিল্ডার অবশ্য তার কোচিংয়ে সামর্থ্যের প্রমাণ ইতোমধ্যে ভালোভাবেই দিয়েছেন।

২০২২ সালে বায়ার লেভারকুজেনে যোগ দিয়ে, প্রথম কোনো ক্লাবের মূল দলের কোচ হিসেবে যাত্রা শুরু হয় আলোনসোর। ছন্নছাড়া দলকে নিজের অভিষেক মৌসুমের বাকি অংশে পথে ফেরানোর কাজ এগিয়ে নেন তিনি। আর পরের মৌসুমে চমকের ওপর চমক দেখিয়ে, বুন্ডেসলিগার ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকে শিরোপা জয় করে তার দল।

ওই মৌসুমে জার্মান কাপও জিতেছিল লেভারকুজেন। অপরাজিত থেকে উঠেছিল ইউরোপা লিগের ফাইনালে, যদিও শিরোপা লড়াইয়ে হেরে যায় রোমার বিপক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে সেবার ইউরোপিয়ান রেকর্ড টানা ৫১ ম্যাচ অপরাজিত ছিল আলোনসোর লেভারকুজেন।

চলতি মৌসুমে অবশ্য সেই দাপট আর দেখাতে পারেনি দলটি। বায়ার্ন মিউনিখের অনেক পেছনে থেকে বুন্ডেসলিগায় হয়েছে রানার্সআপ। জার্মান কাপেও পারেনি শিরোপা ধরে রাখতে। তবে বুন্ডেসলিগায় প্রতিপক্ষের মাঠে সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে লেভারকুজেন। তাতে সব মিলিয়ে আলোন্সো অধ্যায় দুর্দান্ত সফল বলেই বিবেচিত হবে। এবার তার সামনে ইউরোপের সফলতম ক্লাবকে সাফল্যের পথে ফেরানোর চ্যালেঞ্জ।