নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- কামরুল হাওলাদার (৩০),আতিকুর রহমান (২৫), মো. আফ্রিদি (২৪) ও মো. হাবিবুর রহমান সোহাগ (৩২)। এদের সবাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত।
জানা গেছে, গাউছিয়া এলাকার খানপাড়ায় ভাড়া বাসার রান্নাঘরে দগ্ধ হন ওই ব্যক্তিরা। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
তাঁদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আসলাম বলেন, দগ্ধ ব্যক্তিরা মিথিলা নামের একটি টেক্সটাইল মিলের শ্রমিক। সবাই একই রুমে বসবাস করে। আজ সকালে রান্না করার সময় চুলায় ম্যাচ জ্বালাতে গেলে সিলিন্ডারের লিকেজ ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। এতে তারা চারজনই দগ্ধ হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আজ সকালের দিকে নিয়ে আসি।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, আজ সকালের দিকে নারায়ণগঞ্জ থেকে কামরুল ৩.৫ শতাংশ দগ্ধ,আতিকুর রহমান ৫ শতাংশ দগ্ধ, সোহাগ ১.৫শতাংশ দগ্ধ,ও মো আফ্রিদি ৮ শতাংশ দগ্ধ নিয়ে জরুরি বিভাগে আসেন। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত। বর্তমানে সবাইকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।