Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখের সঙ্গে ফিরছেন রানী মুখার্জি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৩৩৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন রানী মুখার্জি। এতে করে ১৯ বছর পর সাড়া তোলা রাহুল-টিনা জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই সিনেমা এরিমধ্যে চমকে দিয়েছে অভিনয়শিল্পী নির্বাচন দিয়ে।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমায় মুল চরিত্রে অভিনয় করবেন শাহরুখ; নায়কের মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেকও হচ্ছে ‘কিং’ দিয়ে।

আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুনোন, খল নায়ক হিসেবে আসছেন অভিষেক বচ্চন; এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও।

সিনেমায় রানি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্র গুরুত্বপূর্ণ।

চিত্রনাট্য শোনা মাত্রই নাকি রাজি হয়ে যান রানি। এই সিনেমার জন্য তাকে পাঁচ দিন শ্যুটিং করতে হবে, তবে এটি হতে চলেছে একটি দীর্ঘ ক্যামিও চরিত্র।

শাহরুখ ও রানীর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে নব্বই দশকের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা দিয়ে। এছাড়া ‘চলতে চলতে’, ‘কাভি আলবিদা না কেহ না’সহ একাধিক সিনেমায় এই জুটি অভিনয় করেছেন।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন, তবে দুজনেই ওই সিনেমায় অতিথি চরিত্রে কাজ করেছিলেন। পূর্ণদৈর্ঘ্য সিনেমায় শাহরুখ-রানির সর্বশেষ জুটি ছিল ‘কাভি আলবিদা না কেহ না’, যা মুক্তি পায় ২০০৭ সালে।

‘কিং’ সিনেমার সংলাপ লিখেছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন।

চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন। ‘কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

শুরুতে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু শাহরুখের সিদ্ধান্ত হল ‘দ্য কিং’ ‘পাঠান’ বা ‘জওয়ানের’ মত অ্যাকশন ভিত্তিক সিনেমার মত করে বানান হবে। তাই সুজয়ের পরিবর্তে সিনেমাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দকে।

এর মধ্যে খবর এসেছে, নির্মাতা বদলে যায়নি। সিনেমা বানাবেন সুজয়ই। সিদ্ধার্থ কেবল অ্যাকশন দৃশ্যগুলোর নির্দেশনা দেবেন।

প্রযোজনা সংস্থা ঠিক করেছে, চিত্রনাট্য যা দাঁড়িয়েছে, তাতে ঘষামাজা প্রয়োজন। কারণ এখনকার চিত্রানাট্যে শাহরুখ সন্তুষ্ট নন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে শুটিংয়ের জন্যেও বড় প্রস্তুতি দরকার।

দৃশ্যধারণের মূল কাজ ২০ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ভারত এবং ইউরোপের বিভিন্ন জায়গায় শুটিং শুরু করার পরিকল্পনা আছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন নির্মাতারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

শাহরুখের সঙ্গে ফিরছেন রানী মুখার্জি

প্রকাশের সময় : ১১:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন রানী মুখার্জি। এতে করে ১৯ বছর পর সাড়া তোলা রাহুল-টিনা জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই সিনেমা এরিমধ্যে চমকে দিয়েছে অভিনয়শিল্পী নির্বাচন দিয়ে।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমায় মুল চরিত্রে অভিনয় করবেন শাহরুখ; নায়কের মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেকও হচ্ছে ‘কিং’ দিয়ে।

আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুনোন, খল নায়ক হিসেবে আসছেন অভিষেক বচ্চন; এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও।

সিনেমায় রানি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্র গুরুত্বপূর্ণ।

চিত্রনাট্য শোনা মাত্রই নাকি রাজি হয়ে যান রানি। এই সিনেমার জন্য তাকে পাঁচ দিন শ্যুটিং করতে হবে, তবে এটি হতে চলেছে একটি দীর্ঘ ক্যামিও চরিত্র।

শাহরুখ ও রানীর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে নব্বই দশকের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা দিয়ে। এছাড়া ‘চলতে চলতে’, ‘কাভি আলবিদা না কেহ না’সহ একাধিক সিনেমায় এই জুটি অভিনয় করেছেন।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন, তবে দুজনেই ওই সিনেমায় অতিথি চরিত্রে কাজ করেছিলেন। পূর্ণদৈর্ঘ্য সিনেমায় শাহরুখ-রানির সর্বশেষ জুটি ছিল ‘কাভি আলবিদা না কেহ না’, যা মুক্তি পায় ২০০৭ সালে।

‘কিং’ সিনেমার সংলাপ লিখেছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন।

চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন। ‘কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

শুরুতে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু শাহরুখের সিদ্ধান্ত হল ‘দ্য কিং’ ‘পাঠান’ বা ‘জওয়ানের’ মত অ্যাকশন ভিত্তিক সিনেমার মত করে বানান হবে। তাই সুজয়ের পরিবর্তে সিনেমাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দকে।

এর মধ্যে খবর এসেছে, নির্মাতা বদলে যায়নি। সিনেমা বানাবেন সুজয়ই। সিদ্ধার্থ কেবল অ্যাকশন দৃশ্যগুলোর নির্দেশনা দেবেন।

প্রযোজনা সংস্থা ঠিক করেছে, চিত্রনাট্য যা দাঁড়িয়েছে, তাতে ঘষামাজা প্রয়োজন। কারণ এখনকার চিত্রানাট্যে শাহরুখ সন্তুষ্ট নন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে শুটিংয়ের জন্যেও বড় প্রস্তুতি দরকার।

দৃশ্যধারণের মূল কাজ ২০ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ভারত এবং ইউরোপের বিভিন্ন জায়গায় শুটিং শুরু করার পরিকল্পনা আছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন নির্মাতারা।