Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কান উৎসবে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বললেন বর্ষা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৩১৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দ্বিতীয়বারের মতো বিশ্বর অন্যতম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন ঢাকাই সিনেমার নায়িকা, প্রযোজক আফিয়া নুসরাত বর্ষা। গেল ১৩ মে পর্দা উঠেছে চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় এ প্রদর্শনীর। ৭৮তম আসরের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নেন বাংলাদেশি এই নায়িকা।

‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে অংশ নিয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।

এদিন সেমিনারে অংশ নিয়ে বক্তব্যের শুরুতে বর্ষা জানিয়ে দেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন, অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। কাজ করেন মানুষের উন্নয়নে।

এ সময় বর্ষা বলেন, অভিনয় জীবনের বাইরে ব্যবসায়িক জীবনেও আমি আমার ইচ্ছা, মেধা এবং লক্ষ্যপূরণে সচেষ্ট থাকি। আমার ব্যবসায় সব সময় নারীদের অংশগ্রহণ ও সুযোগ দেওয়ার চেষ্টা করি। তাই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্যই একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার এই অংশগ্রহণ।

সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী (সিনেমার) স্টোরি টেলিং বিষয়টির এক অসাধারণ ক্ষমতা ও শক্তি আছে, যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করতে পারে। বাস্তবসম্মত গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে।

ওই সেমিনারে আরও অংশ নেন পর্তুগিজ অভিনেত্রী ইসাবেল জুয়া, ফরাসি অভিনেত্রী মারিয়ানি বোরগো এবং হলিউড অভিনেত্রী ও নির্মাতা নোরা আরমানি।

এবারের আসরে অংশ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। আর অংশ নিয়ে বাঙালি সাজে উপস্থিত অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক-পরিচালক, সাংবাদিককের তাক লাগিয়েছেন লাস্যময়ী সুন্দরী এ নায়িকা।

লাল-কালো রঙের বাঙালির ঐতিহ্যবাহী জামদানি, লাল ব্লাউজ, হাতে কালো ঘড়ি, খোলা চুল আর হালকা মেকআপে মানানসই গয়নায় অসাধারণভাবে নিজেকে মেলে ধরেছেন ‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এ নায়িকা। কান চলচ্চিত্রের এই মহোৎসবে অংশ নিয়ে নামিদামি সব পরিচালক-প্রযোজকদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

প্রসঙ্গত, এবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তাকে সম্মানসূচত পাম দর প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮ মে অভিনেত্রী নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ সম্মাননা প্রদান করা হবে।

এছাড়া উদ্বোধনী সিনেমা হিসেবে অ্যামেলি বনিনের ‘লিভ ওয়ান ডে’ দেখানো হয়। অ্যামেলি বনিন ক্যারিয়ারের প্রথম সিনেমার মাধ্যমেই শিল্পের নতুন ধারা প্রতিষ্ঠা করার সক্ষমতা প্রমাণ করেছেন।

এবারের আসরে কানের জুরি টিমে রয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন আট সদস্য। এবারের চমক পায়েল কাপাডিয়া। আরও থাকবেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, দক্ষিণী কোরীয় নির্মাতা হং সাং-সু, কঙ্গোর নির্মাতা দিওদো হামাদি, মেক্সিকোর নির্মাতা কার্লোস ইয়োয়াজ, ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরভাকের, মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং ও ফরাসি-মরোক্কান লেখক ও সাংবাদিক লেইলা স্লিমানি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

কান উৎসবে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বললেন বর্ষা

প্রকাশের সময় : ০৯:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

দ্বিতীয়বারের মতো বিশ্বর অন্যতম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন ঢাকাই সিনেমার নায়িকা, প্রযোজক আফিয়া নুসরাত বর্ষা। গেল ১৩ মে পর্দা উঠেছে চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় এ প্রদর্শনীর। ৭৮তম আসরের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নেন বাংলাদেশি এই নায়িকা।

‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে অংশ নিয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।

এদিন সেমিনারে অংশ নিয়ে বক্তব্যের শুরুতে বর্ষা জানিয়ে দেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন, অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। কাজ করেন মানুষের উন্নয়নে।

এ সময় বর্ষা বলেন, অভিনয় জীবনের বাইরে ব্যবসায়িক জীবনেও আমি আমার ইচ্ছা, মেধা এবং লক্ষ্যপূরণে সচেষ্ট থাকি। আমার ব্যবসায় সব সময় নারীদের অংশগ্রহণ ও সুযোগ দেওয়ার চেষ্টা করি। তাই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্যই একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার এই অংশগ্রহণ।

সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী (সিনেমার) স্টোরি টেলিং বিষয়টির এক অসাধারণ ক্ষমতা ও শক্তি আছে, যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করতে পারে। বাস্তবসম্মত গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে।

ওই সেমিনারে আরও অংশ নেন পর্তুগিজ অভিনেত্রী ইসাবেল জুয়া, ফরাসি অভিনেত্রী মারিয়ানি বোরগো এবং হলিউড অভিনেত্রী ও নির্মাতা নোরা আরমানি।

এবারের আসরে অংশ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। আর অংশ নিয়ে বাঙালি সাজে উপস্থিত অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক-পরিচালক, সাংবাদিককের তাক লাগিয়েছেন লাস্যময়ী সুন্দরী এ নায়িকা।

লাল-কালো রঙের বাঙালির ঐতিহ্যবাহী জামদানি, লাল ব্লাউজ, হাতে কালো ঘড়ি, খোলা চুল আর হালকা মেকআপে মানানসই গয়নায় অসাধারণভাবে নিজেকে মেলে ধরেছেন ‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এ নায়িকা। কান চলচ্চিত্রের এই মহোৎসবে অংশ নিয়ে নামিদামি সব পরিচালক-প্রযোজকদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

প্রসঙ্গত, এবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তাকে সম্মানসূচত পাম দর প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮ মে অভিনেত্রী নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ সম্মাননা প্রদান করা হবে।

এছাড়া উদ্বোধনী সিনেমা হিসেবে অ্যামেলি বনিনের ‘লিভ ওয়ান ডে’ দেখানো হয়। অ্যামেলি বনিন ক্যারিয়ারের প্রথম সিনেমার মাধ্যমেই শিল্পের নতুন ধারা প্রতিষ্ঠা করার সক্ষমতা প্রমাণ করেছেন।

এবারের আসরে কানের জুরি টিমে রয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন আট সদস্য। এবারের চমক পায়েল কাপাডিয়া। আরও থাকবেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, দক্ষিণী কোরীয় নির্মাতা হং সাং-সু, কঙ্গোর নির্মাতা দিওদো হামাদি, মেক্সিকোর নির্মাতা কার্লোস ইয়োয়াজ, ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরভাকের, মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং ও ফরাসি-মরোক্কান লেখক ও সাংবাদিক লেইলা স্লিমানি।