Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের চার দেশে মুক্তি পেল শাকিবের ‘বরবাদ’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৩৩৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঈদুল ফিতরে মুক্তি প্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাপ্রেমীদের মনে গেঁথে গেছে। দেশের সিনেমা হলগুলোতে দাপট অব্যাহত রাখে ঢালিউড সুপারস্টারের সিনেমা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বিদেশের মাটিতেও। দেশে মুক্তির প্রায় দুই সপ্তাহ পর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি দেওয়া হয়।

এরইমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ডেনমার্ক, মালয়েশিয়ার পর ‘বরবাদ’ পৌঁছে গেছে মরুর দেশে। বৃহস্পতিবার (১৫ মে) শাকিবের সিনেমা মুক্তি পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনে।

সেখানে সিনেমাটি ডিসট্রিবিউশন করছে পিএইচএফ। এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমার মধ্যপ্রাচ্য মুক্তিতে যুক্ত ছিল এই পরিবেশক প্রতিষ্ঠান।

‘বরবাদ’-এর প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে বিদেশের মাটিতে ছবি মুক্তির বিষয় জানান, এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। সেইসঙ্গে ইন্ডিয়ান থাকেন। আশা করছি, তারা সকলে থিয়েটারে গিয়ে বরবাদ দেখবেন।

পরিচালক মেহেদী হাসান হৃদয় তার প্রথম ছবিতে দর্শকদের প্রত্যাশা পূরণে সফল হয়েছেন। সিনেমার অ্যাকশন ও রোমান্টিক দৃশ্যের পাশাপাশি টলিউড অভিনেত্রী ইধিকা পালের সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যতা হলের দর্শকদের আনন্দে ভাসিয়েছে।

বলে রাখা ভালো, শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমাটি মুক্তির একমাসে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

মধ্যপ্রাচ্যের চার দেশে মুক্তি পেল শাকিবের ‘বরবাদ’

প্রকাশের সময় : ১০:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

ঈদুল ফিতরে মুক্তি প্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাপ্রেমীদের মনে গেঁথে গেছে। দেশের সিনেমা হলগুলোতে দাপট অব্যাহত রাখে ঢালিউড সুপারস্টারের সিনেমা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বিদেশের মাটিতেও। দেশে মুক্তির প্রায় দুই সপ্তাহ পর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি দেওয়া হয়।

এরইমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ডেনমার্ক, মালয়েশিয়ার পর ‘বরবাদ’ পৌঁছে গেছে মরুর দেশে। বৃহস্পতিবার (১৫ মে) শাকিবের সিনেমা মুক্তি পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনে।

সেখানে সিনেমাটি ডিসট্রিবিউশন করছে পিএইচএফ। এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমার মধ্যপ্রাচ্য মুক্তিতে যুক্ত ছিল এই পরিবেশক প্রতিষ্ঠান।

‘বরবাদ’-এর প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে বিদেশের মাটিতে ছবি মুক্তির বিষয় জানান, এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। সেইসঙ্গে ইন্ডিয়ান থাকেন। আশা করছি, তারা সকলে থিয়েটারে গিয়ে বরবাদ দেখবেন।

পরিচালক মেহেদী হাসান হৃদয় তার প্রথম ছবিতে দর্শকদের প্রত্যাশা পূরণে সফল হয়েছেন। সিনেমার অ্যাকশন ও রোমান্টিক দৃশ্যের পাশাপাশি টলিউড অভিনেত্রী ইধিকা পালের সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যতা হলের দর্শকদের আনন্দে ভাসিয়েছে।

বলে রাখা ভালো, শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমাটি মুক্তির একমাসে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।