ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের ঘিগড়া গ্রামে ঋণের টাকা ফেরত না পেয়ে নারগিস আক্তার (২৫) নামে এক গৃহবধূর গাভি কেড়ে নিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। সেই গাভির এক মাস বয়সী বাছুর কোলে নিয়ে ন্যায়বিচারের আশায় বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঝালকাঠি আদালতে হাজির হয়েছেন নারগিস। মা ছাড়া হয়ে দুধ না পেয়ে বাছুরটি দুর্বল হয়ে পড়েছে। বোতলের দুধ ও ভাতের মাড় খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।
ভুক্তভোগী গৃহবধূ নারগিস আক্তারের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে। তিনি জানিয়েছেন, কয়েক মাস ধরে তার স্বামী এলাকাছাড়া। স্ত্রীর খোঁজ-খবরও রাখছেন না। পোশাক কারখানায় চাকরি করে তিলে তিলে জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি গাভি কেনেন নারগিস আক্তার। এক মাস আগে সেই গাভির বাছুর হয়েছে। কিন্তু, তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা দাবি করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান বুধবার (১৪ মে) সকালে দুধেল গাভিটি ধরে নিয়ে যান। দুধ খেতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। পরে ওই বাছুরকে কোলে করে নিয়ে আদালতে গেছেন নারগিস। আদালত চত্বরে বসে বোতলে করেই বাছুরটিকে দুধ খাওয়ান তিনি।
এ বিষয়ে বিএনপি নেতা মো. বেলাল খান বলেন, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে নারগিসের স্বামী আবু বকরকে আমি ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে সেই টাকা এখন ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা না দেওয়ায় আমি গরুটি নিয়ে গেছি। তবে এ ঘটনায় এখনো আদালতে কোনো মামলা হয়নি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বলেন, এ ঘটনার সময় আদালতপাড়ায় আমি উপস্থিত ছিলাম। ঘটনাটি সরাসরি দেখেছি, তবে লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সত্যতা মিলে গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।