Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে শাবনূর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৩১৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বেশ লম্বা সময় ধরে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানেই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বার একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন শাবনূর, অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে পা মচকে গেছে।

শাবনূর গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার (১০ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। পায়ে প্লাস্টার করিয়েছেন। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। চিকিৎসক তাকে দুই সপ্তাহ প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, ল্যাকেম্বায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেদিন আর বাসায় ফেরেননি। পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। পরদিন ছেলে আইজান নেহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

শাবনূর বলেন, মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই। পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয় যে, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।

ঘটনাটি তারই ভুলে হয়েছে বলে জানান শাবনূর। তিনি এ বিষয়ে বলেন, আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা। ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখবো না। গাড়ি চালানোর সময়ও মোবাইল দেখব না। আজ আমার হয়তো অল্প কিছুর ওপর দিয়ে গেছে। যদি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে গিয়ে দুর্ঘটনা ঘটত, তাহলে আমার কারণে অন্য কোনো একটা মানুষেরও বিশাল বিপদ হতে পারতো।

বলা প্রয়োজন, শাবনুর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে বাস করছেন। সময়-সুযোগ বুঝে দেশে ঘুরে যান। গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। ঢাকার একটি অভিজাত ক্লাবে ‘রঙ্গনা’ সিনেমার মহরত শেষে শুটিং শুরু হয়। এরপর টানা ছয় দিন শুটিংও করেছিলেন নায়িকা। তারপরই বন্ধ হয়ে যায় সিনেমাটির কাজ।

‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন জানান, তারই পরিচালিত আরেকটি ছবি ‘এখনো ভালোবাসি’তেও অভিনয় করবেন শাবনূর। কাছাকাছি সময়ে জানা যায়, চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ছবিতেও অভিনয় করবেন। ঘোষণা ও শুটিং শুরুর পর বছর পার হলেও ছবি তিনটির সেই অর্থে কোনো অগ্রগতি নেই। এদিকে শাবনূরও এখন দেশে নেই। মাঝখানে আট ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এসেই অসুস্থ মাকে নিয়ে উড়াল দেন এই নায়িকা। এদিকে চলচ্চিত্র অঙ্গনের কেউ কেউ বলছেন, শাবনূরের তিন ছবির ভবিষ্যৎ অনিশ্চিত। তবে এমনটা মানতে নারাজ তিন ছবির দুই পরিচালক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

দুর্ঘটনার কবলে শাবনূর

প্রকাশের সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বেশ লম্বা সময় ধরে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানেই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বার একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন শাবনূর, অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে পা মচকে গেছে।

শাবনূর গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার (১০ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। পায়ে প্লাস্টার করিয়েছেন। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। চিকিৎসক তাকে দুই সপ্তাহ প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, ল্যাকেম্বায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেদিন আর বাসায় ফেরেননি। পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। পরদিন ছেলে আইজান নেহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

শাবনূর বলেন, মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই। পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয় যে, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।

ঘটনাটি তারই ভুলে হয়েছে বলে জানান শাবনূর। তিনি এ বিষয়ে বলেন, আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা। ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখবো না। গাড়ি চালানোর সময়ও মোবাইল দেখব না। আজ আমার হয়তো অল্প কিছুর ওপর দিয়ে গেছে। যদি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে গিয়ে দুর্ঘটনা ঘটত, তাহলে আমার কারণে অন্য কোনো একটা মানুষেরও বিশাল বিপদ হতে পারতো।

বলা প্রয়োজন, শাবনুর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে বাস করছেন। সময়-সুযোগ বুঝে দেশে ঘুরে যান। গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। ঢাকার একটি অভিজাত ক্লাবে ‘রঙ্গনা’ সিনেমার মহরত শেষে শুটিং শুরু হয়। এরপর টানা ছয় দিন শুটিংও করেছিলেন নায়িকা। তারপরই বন্ধ হয়ে যায় সিনেমাটির কাজ।

‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন জানান, তারই পরিচালিত আরেকটি ছবি ‘এখনো ভালোবাসি’তেও অভিনয় করবেন শাবনূর। কাছাকাছি সময়ে জানা যায়, চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ছবিতেও অভিনয় করবেন। ঘোষণা ও শুটিং শুরুর পর বছর পার হলেও ছবি তিনটির সেই অর্থে কোনো অগ্রগতি নেই। এদিকে শাবনূরও এখন দেশে নেই। মাঝখানে আট ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এসেই অসুস্থ মাকে নিয়ে উড়াল দেন এই নায়িকা। এদিকে চলচ্চিত্র অঙ্গনের কেউ কেউ বলছেন, শাবনূরের তিন ছবির ভবিষ্যৎ অনিশ্চিত। তবে এমনটা মানতে নারাজ তিন ছবির দুই পরিচালক।