স্পোর্টস ডেস্ক :
সাদা বলের ক্রিকেটে নতুন কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের সাবেক হেড কোচ মাইক হেসনকে নিয়োগ দিয়েছে তারা। তিনি বর্তমানে পিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ। পিএসএল শেষ হওয়ার পর দিন ২৬ মে থেকে তার পিসিবিতে যোগ দেওয়ার কথা। অর্থাৎ ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ দিয়েই হেসনের পাকিস্তান অধ্যায় শুরু হতে যাচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
তিনি বলেন, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা অভিজ্ঞতা ও দক্ষতাকে অগ্রাধিকার দিয়েছি। মাইক হেসন নিঃসন্দেহে আমাদের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সংযোজন। নতুন এই নিয়োগ কেবল জাতীয় দলের গঠনেই সীমাবদ্ধ নয়। হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালকের দায়িত্বে আনা হয়েছে সাবেক গতি তারকা আকিব জাভেদকে। বোর্ড জানিয়েছে, এই দুটি পদেই অনেক আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে হেসন ও আকিবকে নির্বাচিত করা হয়।
মাইক হেসন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ নন। নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে তার সময়টা ছিল অত্যন্ত সফল। তার অধীনেই দল খেলেছে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল। এছাড়া, কেনিয়ার জাতীয় দল ও পাকিস্তান সুপার লিগের ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবেও তার কার্যক্রম চোখে পড়ার মতো।
এবার তার সামনে বড় চ্যালেঞ্জ—বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার পর ছন্দহীন পাকিস্তান দলকে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়ে নিয়ে যাওয়া। হেসনের কাঁধে সেই দায়িত্ব তুলে দিয়েছে পিসিবি, বিশেষ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে। অন্যদিকে, আকিব জাভেদের নিয়োগ বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। হাই পারফরম্যান্স ইউনিটের মাধ্যমে ঘরোয়া ক্রিকেট ও উঠতি প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করাই হবে তার প্রধান কাজ।
৫০ বছর বয়সী হেসন এর আগে নিউজিল্যান্ডের হেড কোচ হিসেবে নিয়োগ পান ২০১২ সালে। তার অধীনে ৬টি সাফল্যমণ্ডিত বছর কাটায় কিউই দল। তার সময়েই কিউইরা ঘরের মাঠে অপ্রতিরোধ্য দল হিসেবে নিজেদের গড়ে তোলে। ২০১৫ সালে খেলে প্রথম বিশ্বকাপ ফাইনাল। সেবার অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছে।
এছাড়াও হেসন রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হন ২০১৯ সালে। আইপিএল দলটির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয় ২০২৩ সালে।
এদিকে, পাকিস্তানের লাল বলের ক্রিকেটেও কোনও কোচ নেই। কখন নিয়োগ দেওয়া হবে তারও কোনও তথ্য নেই। আকিব জাভেদ এই সময়ে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দায়িত্ব পালন করেছেন। অক্টোবরে তাদের পরবর্তী টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে।