Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘রঙ্গমালা’ হয়ে ফিরছেন তুষি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ২৮৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

‘আইসক্রিম’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী নাজিফা তুষির। তারপর ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে সবচেয়ে আলোচিত হন ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে।

সিনেমাটির সফলতা ক্যারিয়ারে অনেকটা এগিয়ে দিয়েছে তুষিকে। তবে সিনেমাটি মুক্তির তিন বছর পার হয়ে গেলেও পর্দায় দেখা যায়নি তাকে। তবে ইতোমধ্যেই তিনি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। যা এখনও মুক্তির অপেক্ষায়।

এর মাঝেই নতুন একটি সুখবর এলো তুষির ভক্তদের জন্য। ‘রঙ্গমালা’ হলেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘সখী রঙ্গমালা’। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘হাওয়া’র এই নায়িকাকে।

অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন ‘চন্দ্রাবতী কথা’র পরিচালক এন রাশেদ চৌধুরী।

সিনেমার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করে নাজিফা তুষি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং করছেন তিনি। এরমধ্যে এক লটের শুটিং শেষও করে ফেলেছেন। শিগগিরই অংশ নেবেন পরের লটে।

তুষি বলেন, ‘স্পিরিচুয়াল বিষয় নিয়ে কাজ; মনে হয়েছে এই কাজটা আমার করা উচিত। এরকম একটা ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটা চরিত্র হতে পারাটাও আনন্দের। সিনেমাটির গল্প নোয়াখালীর জমিদার পরিবারের, আমি নিজেও নোয়াখালীর মেয়ে; সেদিক থেকে একটা অন্যরকম ভালো লাগা তো আছেই।’

২০২৩-২৪ সালে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন, শিল্পী সরকার অপুসহ অনেকে। চলতি বছরে শেষদিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

নির্মাতা এন রাশেদ চৌধুরী বলেন, প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছি। যেহেতু অনুদানের সিনেমা, সেটার প্রথমাংশ পাবার পর সিনেমাটি প্রায় ৪০ ভাগ অংশের শুটিং শেষ করেছি। বাকি অংশের কাজও শিগগিরই শেষ করব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়া সেই রিকশাচালক জামিন পেলেন

‘রঙ্গমালা’ হয়ে ফিরছেন তুষি

প্রকাশের সময় : ০১:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

‘আইসক্রিম’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী নাজিফা তুষির। তারপর ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে সবচেয়ে আলোচিত হন ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে।

সিনেমাটির সফলতা ক্যারিয়ারে অনেকটা এগিয়ে দিয়েছে তুষিকে। তবে সিনেমাটি মুক্তির তিন বছর পার হয়ে গেলেও পর্দায় দেখা যায়নি তাকে। তবে ইতোমধ্যেই তিনি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। যা এখনও মুক্তির অপেক্ষায়।

এর মাঝেই নতুন একটি সুখবর এলো তুষির ভক্তদের জন্য। ‘রঙ্গমালা’ হলেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘সখী রঙ্গমালা’। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘হাওয়া’র এই নায়িকাকে।

অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন ‘চন্দ্রাবতী কথা’র পরিচালক এন রাশেদ চৌধুরী।

সিনেমার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করে নাজিফা তুষি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং করছেন তিনি। এরমধ্যে এক লটের শুটিং শেষও করে ফেলেছেন। শিগগিরই অংশ নেবেন পরের লটে।

তুষি বলেন, ‘স্পিরিচুয়াল বিষয় নিয়ে কাজ; মনে হয়েছে এই কাজটা আমার করা উচিত। এরকম একটা ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটা চরিত্র হতে পারাটাও আনন্দের। সিনেমাটির গল্প নোয়াখালীর জমিদার পরিবারের, আমি নিজেও নোয়াখালীর মেয়ে; সেদিক থেকে একটা অন্যরকম ভালো লাগা তো আছেই।’

২০২৩-২৪ সালে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন, শিল্পী সরকার অপুসহ অনেকে। চলতি বছরে শেষদিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

নির্মাতা এন রাশেদ চৌধুরী বলেন, প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছি। যেহেতু অনুদানের সিনেমা, সেটার প্রথমাংশ পাবার পর সিনেমাটি প্রায় ৪০ ভাগ অংশের শুটিং শেষ করেছি। বাকি অংশের কাজও শিগগিরই শেষ করব।