টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুর উপজেলায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থী এবং এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ মে) রাত ১টার দিকে ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নে ও শনিবার (১০ মে) সকালে সখীপুরের বহুরিয়া ইউনিয়নে ঘটনা দুইটি ঘটে।
মৃতরা হলেন-স্কুল শিক্ষার্থীর নাম মোছা. আঁখি (১৪)। সে দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে। কাজলী বেগম (৬০) বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
পরিবার ও এলাকাবাসী জানায়, আঁখি মেধাবী ছাত্রী ছিল। গতকাল রাতে আঁখি পড়তে বসে। এসময় পড়ার টেবিলে নিচে একটি সাপ আঁখির পায়ে কামড় দিলে সে ব্যথা অনুভব করে। রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আঁখির মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান, আঁখির পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।
কাজলী বেগমের পরিবারের সদস্যরা জানান, কাজলী বেগম শনিবার সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান। সেখানে একটি সাপ তার বাম হাতে ছোবল দেয়। এতে তার দুই আঙুলে সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি ছেলেকে জানান। ছেলে তার মাকে নিয়ে দেড় ঘণ্টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।
ছেলে হোসেন আলী বলেন, মার চিৎকার শুনে দৌড়ে গিয়ে আমি সাপ দেখতে পারি নাই। হাতে চিহ্ন দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। তারপরও মাকে বাঁচাতে পারলাম না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। তার বা হাতের দুটি আঙুলে ক্ষতচিহ্ন দেখে বিষধর সাপের কামড় বলেই মনে হয়েছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।