স্পোর্টস ডেস্ক :
ভারতীয় ক্রিকেটের ‘রোহিত-পরবর্তী যুগ’ শুরুই হয়নি। তার আগেই নতুন ধাক্কা টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। যদিও বিসিসিআই তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তবে আপাতত কোহলির সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে বলেই জানা গেছে।
সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। এমনকি মাস খানেক আগে থেকেই শুরু হয়েছে এই আলোচনা।
তবে ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা চান কোহলি টেস্ট ক্রিকেট খেলে যাক। বিশেষ করে ইংল্যান্ড সফরের আগে তাকে অবসরের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের।
রোহিত শর্মার টেস্ট অবসর ঘোষণার দুই দিনের মাথায় এলো এই খবর। সামনে পাঁচ টেস্টের ইংল্যান্ড সফর, যেখানে কোহলি না থাকলে ভারতের টেস্ট দল হয়ে পড়বে অভিজ্ঞতাহীন।
গত মার্চে এক অনুষ্ঠানে কোহলি বলেছিলেন, ‘আমার আর হয়তো কোনো অস্ট্রেলিয়া সফর বাকি নেই।’ এমন নয় যে ব্যাট হাতে কোহলি পুরোপুরি ছন্দহীন। চলতি আইপিএলে ১১ ম্যাচে ৫০৫ রান করে তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। কিন্তু টেস্ট ফরম্যাটের ধৈর্য ও মানসিক চাপ দুটি বিষয়েই হয়তো তিনি ক্লান্ত।
টেস্ট থেকে অবসরের আগে কোহলি ইতোমধ্যেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে বিদায় নিয়েছেন। তখন ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বিদায় নিয়েছিলেন। এবার যদি টেস্টকেও বিদায় জানান, তাহলে দীর্ঘ এক যুগের পরিসমাপ্তি ঘটবে।
ক্রিকইনফো জানিয়েছে গত মাস থেকেই বিসিসিআইয়ের কর্মকর্তা, নির্বাচক প্যানেলের সাথে অবসর নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন কোহলি। যদিও এখনই কোহলিকে টেস্ট থেকে বিদায় দিতে চাইছে না ভারত। কোহলি যদি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদল না করেন, তাহলে পর্দা নামবে ভারতের জার্সিতে ১২৩ টেস্টের বর্ণাঢ্য এক ক্যারিয়ারের, যেখানে ৪৬.৮৫ গড়ে তুলেছেন ৯২৩০ রান।
অবশ্য শেষ দুই বছর টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। সর্বশেষ সেঞ্চুরি করে ২০২৪ সালের নভেম্বরে, পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আর সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ব্যাটিং গড়টাও কমেছে অবিশ্বাস্যভাবে। ২০১৯ সালে পুনেতে ২৫৪ রানের ইনিংস খেলার পর তার ব্যাটিং গড় ছিল ৫৫.১০, শেষ দুই বছরে সেটা নেমে এসেছে ৩২.৫৬-তে।
টেস্ট অধিনায়ক হিসেবেও দারুণ সফল কোহলি। তার অধীনে ৬৮ টেস্ট খেলে ৪০টি জিতেছে ভারত, হেরেছে ১৭টিতে। এই রেকর্ডের ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তিনি।