নিজস্ব প্রতিবেদক :
সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারে কমেনি সবজির দাম। সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডিম ও মুরগির। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় বর্তমানে ডজন প্রতি আরও ৫ টাকা বেড়েছে।
শুক্রবার (৯ মে) সকালে বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সবজির মধ্যে বড় বেগুনের কেজি ১০০ টাকা, মাঝারি ধরনের বেগুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ৮০ টাকা কেজি, ধুন্ধল ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ঢেড়স ৬০ টাকা কেজি দরে মিলছে। করল্লা বাজারভেদে কেজি ৬০ থকে ৭০ টাকায় কেনা যাচ্ছে। লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, চাল কুমড়া পিস ৭০ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। পটলের কেজি ৫০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ২৫০ গ্রামের ফুলকপি ৬০ টাকা, আলুর কেজি ২০ টাকা, পেঁপে ৮০ টাকা এবং কলার হালি ৪০ থেকে ধরনভেদে ৫০ টাকায় মিলছে বাজারে। লাল শাকের মুঠি ১৫ টাকা, মুলা শাক ৩০ টাকা, লাউ শাক ৩০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, কলমি লতা ১৫ টাকা, পাট শাক ১৫ টাকা এবং কাঁচা মরিচের কেজি ৮০ টাকায় মিলছে।
রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি ৬০ থেকে ধরনভেদে ৬৫ টাকা। তবে তুলনামূলক কিছুটা কম মানের পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দেশি ছোট্ট রসুনের কেজি ১৪০ টাকা, আমদানি করা বড় রসুনের কেজি ২৪০ টাকা টাকা, আদার কেজি বাজার ও ধরনভেদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত মিলছে। চিকন মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১২০ টাকা, আমদানি করা মুগডাল ১৪০ টাকা এবং দেশি মুগডাল ১৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।
বাজারগুলোতে দেখা যায়, চিকন চাল ৮০ থেকে ধরনভেদে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিআর-২৮ বাজার ও ধরনভেদে ৬২ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা কেজিতে। এর মধ্যে স্বর্ণার কেজি ৫৫ টাকা আর গুটিসহ অন্যান্য মোটা চাল সর্বোচ্চ ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বেশ কিছুদিন ধরেই চাল এ দামে বিক্রি হচ্ছে।
তবে দুই সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগি। এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা ও ধরনভেদে সোনালি মুরগি ২৬০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কম ছিল।
এ ছাড়া ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম ডজনে ৫ টাকা বেড়ে ১৩০ থেকে ১৩৫ টাকা হয়েছে।
গরুর মাংস ৭৫০ থেকে বাজারভেদে ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস ১২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছাগলের মাংস বাজারভেদে ১১০০ থেকে ১১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, মলা ও কাচকি মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা। পাবদা ৬০০ টাকা, ছোট্ট বেলে ৬০০ টাকা, বড় বেলে ৬০০ টাকা, ট্যাংরা মাছ ৬০০ টাকা, ছোট পাঙ্গাসের কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, এক কেজির চেয়ে বেশি ওজনের পাঙ্গাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, এক কেজি ওজনের ইলিশের কেজি ২৫০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১০০০ থেকে ১২০০ টাকা, ৮০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১৫০০ থকে ১৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় শোল কেজি ৮৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, টাকি ৬০০ থেকে ধরনভেদে ৮০০ টাকায় মিলছে। তেলাপিয়ার কেজি ২০০ টাকা, দেশি কই ৮০০ থেকে ১০০০ টাকা, ছোট রুই ২৮০, এক কেজির বেশি ওজনের রুই ৩৪০-৩৬০ টাকা, ছোট্ট কাতল ২৬০ টাকা, এক কেজির বেশি ওজনের কাতল ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাগদা চিংড়ি ৮০০ টাকা, গলদা ১০০০ টাকা, রূপচাঁদা ১০০০ টাকা, বড় বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় আইড় ১০০০ টাকা, এক কেজির চেয়ে বেশি ওজনের চিতল ৭০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে বাজারে।