Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শামীম নিজের দোষ ঢাকতে অপবাদ দিচ্ছেন : অহনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ২৭৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সহকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এরপরই অভিযোগের বিষয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি দাবি করেন অভিযোগের কোনো সত্যতা নেয়।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রক্তান প্রেমিকার ‘ডাবল টাইমিং’ নিয়েও কথা বলেন শামীম। এরপরই আলোচনায় উঠে এসেছে ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমানের নাম।

শামীমের করা মন্তব্য ঝড় তুলেছে নেটদুনিয়ায়। নজর এড়ায়নি অভিনেত্রীর। সামাজিক মাধ্যমে ‘ডাবল টাইমিং’ কথা উঠতেই এক প্রতিক্রিয়া অহনা লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি (শামীম) যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’

কারও ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’

ঘটনার সূত্রপাত্র, সম্প্রতি শামীমের বিরুদ্ধে শুটিং সেটে নেশাদ্রব্য সেবন এবং অভিনেত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কার। তিনি বলেন, শুটিং সেটে আমাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। সেই সময় আমাকে শামীম বলেন তোর মতো হাজার মেয়ের সাথে সময় কাটিয়ে কিছু দিন আগেই বিয়ে করেছি।

অভিযোগের পর দিন অথাৎ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিনেতা শামীম বলেন, প্রিয়াঙ্কা যে অভিযোগ করেছে তা সত্য না। তবে আমি তাকে গালি দিয়েছিলাম। গালি দেওয়ার কারণ সে (প্রিয়াঙ্কা) বারবার সট দিতে ভুল করছিল। ধর্ষণের অভিযোগ মিথ্যা।

সংবাদ সম্মেলনে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে প্রেমের প্রসঙ্গ টেনে শামীম বলেন, অহনার প্রেম ছিল মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সাথে (অহনা) সম্পর্ক টেকে নাই। সে আমার ডাবল টাইমিং করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে বৃহস্পতিবার

শামীম নিজের দোষ ঢাকতে অপবাদ দিচ্ছেন : অহনা

প্রকাশের সময় : ০২:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সহকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এরপরই অভিযোগের বিষয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি দাবি করেন অভিযোগের কোনো সত্যতা নেয়।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রক্তান প্রেমিকার ‘ডাবল টাইমিং’ নিয়েও কথা বলেন শামীম। এরপরই আলোচনায় উঠে এসেছে ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমানের নাম।

শামীমের করা মন্তব্য ঝড় তুলেছে নেটদুনিয়ায়। নজর এড়ায়নি অভিনেত্রীর। সামাজিক মাধ্যমে ‘ডাবল টাইমিং’ কথা উঠতেই এক প্রতিক্রিয়া অহনা লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি (শামীম) যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’

কারও ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’

ঘটনার সূত্রপাত্র, সম্প্রতি শামীমের বিরুদ্ধে শুটিং সেটে নেশাদ্রব্য সেবন এবং অভিনেত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কার। তিনি বলেন, শুটিং সেটে আমাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। সেই সময় আমাকে শামীম বলেন তোর মতো হাজার মেয়ের সাথে সময় কাটিয়ে কিছু দিন আগেই বিয়ে করেছি।

অভিযোগের পর দিন অথাৎ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিনেতা শামীম বলেন, প্রিয়াঙ্কা যে অভিযোগ করেছে তা সত্য না। তবে আমি তাকে গালি দিয়েছিলাম। গালি দেওয়ার কারণ সে (প্রিয়াঙ্কা) বারবার সট দিতে ভুল করছিল। ধর্ষণের অভিযোগ মিথ্যা।

সংবাদ সম্মেলনে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে প্রেমের প্রসঙ্গ টেনে শামীম বলেন, অহনার প্রেম ছিল মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সাথে (অহনা) সম্পর্ক টেকে নাই। সে আমার ডাবল টাইমিং করেছে।