Dhaka মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার দেশে ফেরা ১ দিন পেছালো

 

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফেরার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ৬ মে মঙ্গলবার তিনি দেশে ফিরবেন

তবে ওই দিন কয়টা নাগাদ তিনি দেশে ফিরবেন তা এখনো নিশ্চিত করতে পারেনি বিএনপির মিডিয়া সেল।

শনিবার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিএনপি মহাসচিবের নির্দেশে গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে চেয়ারপারসন দেশের উদ্দেশে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (৬ মে)। কখন নামবেন সে সময় চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।

শায়রুল কবির খান আরও জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে ঢাকায় আসবেন। এ যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে দলের এক শীর্ষ নেতা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ম্যাডামের ফেরার বিষয়টি আমাদের জন্য আবেগের। আমরা আশা করছি, তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাব।

প্রায় পাঁচ মাস আগে, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার শারীরিক অসুস্থতার খোঁজখবর নিয়ে রাজকীয় বহরের একটি বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বরাদ্দ দেন, যার মাধ্যমে তিনি লন্ডনে যান।

সেখানে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে স্থানান্তরিত হন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-৯ আসনে প্রার্থী হতে এনসিপির মনোনয়নপত্র কিনলেন তাসনিম জারা

খালেদা জিয়ার দেশে ফেরা ১ দিন পেছালো

প্রকাশের সময় : ০৫:৫৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফেরার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ৬ মে মঙ্গলবার তিনি দেশে ফিরবেন

তবে ওই দিন কয়টা নাগাদ তিনি দেশে ফিরবেন তা এখনো নিশ্চিত করতে পারেনি বিএনপির মিডিয়া সেল।

শনিবার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিএনপি মহাসচিবের নির্দেশে গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে চেয়ারপারসন দেশের উদ্দেশে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (৬ মে)। কখন নামবেন সে সময় চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।

শায়রুল কবির খান আরও জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে ঢাকায় আসবেন। এ যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে দলের এক শীর্ষ নেতা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ম্যাডামের ফেরার বিষয়টি আমাদের জন্য আবেগের। আমরা আশা করছি, তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাব।

প্রায় পাঁচ মাস আগে, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার শারীরিক অসুস্থতার খোঁজখবর নিয়ে রাজকীয় বহরের একটি বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বরাদ্দ দেন, যার মাধ্যমে তিনি লন্ডনে যান।

সেখানে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে স্থানান্তরিত হন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন।