Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শ্রমিকের

ফেনী জেলা প্রতিনিধি : 
ফেনীর ছাগলনাইয়ায় ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ বেলাল (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটতে যান বেলাল। দুপুরের পরে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে বেলাল হোসেন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত শ্রমিকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

ফেনীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শ্রমিকের

প্রকাশের সময় : ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
ফেনী জেলা প্রতিনিধি : 
ফেনীর ছাগলনাইয়ায় ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ বেলাল (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটতে যান বেলাল। দুপুরের পরে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে বেলাল হোসেন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত শ্রমিকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।