নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরা আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার (৩০এপ্রিল) উত্তরা জোনের এসি সাদ্দাম হুসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনগত রাতব্যাপী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে মামলা হয়েছে। এরমধ্যে থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটের চলাচল করা ‘ক্ষণিকা’ পরিবহন বাসে হামলার ঘটনার ঘটে। এ ঘটনায় বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন।
ওই ঘটনায় মঙ্গলবার রাতেই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।