Dhaka শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক : 

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব আমি।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টার পদ থেকে এই মুহূর্তে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। এছাড়া এটা ধরে নেয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হবো। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবো, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেবো। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবো। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হবো, তা নির্ধারণের সময় এখনো আসেনি।

তিনি বলেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলে যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। এক্ষেত্রে নতুন রাজনৈতিক দল এনসিপিতে যে যুক্ত হতে হবে তা কিন্তু নয়।

বিসিবির সভাপতি ফারুকের বিরুদ্ধে অর্থ লেনদেনে অস্পষ্টতার অভিযোগে জবাবে উপদেষ্টা আসিফ বলেন, ঝুঁকিপূর্ণ ব্যাংক ব্যাবহার থেকে বিরত থাকতে এমনটা করেছে বিসিবি সভাপতি।

ব্যাক্তিগত সম্পদ এবং এপিএস নিয়ে গণমাধ্যমে তৈরি হয়া বিভ্রান্তি নিয়েও কথা বলেন তিনি। আসিফ মাহমুদ জানান, আগের বছরের টিন নাম্বার না থাকায় আয়করে নিজের সম্পদ প্রকাশ করতে পারেননি।

এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায়-অনিয়মের কারণে পিডিবিএফ প্রতিষ্ঠানটি ধ্বংস করা হয়েছে। ৭৫১টি পদের বিপরীতে ৫১ জন বর্তমানে কর্মরত থাকলেও এতদিন নিয়োগ দেয়া হয়নি, ২০১৬ সাল থেকে নিয়োগ স্থগিত ছিল। তাই এবার এর নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য সেনাবাহিনীর সাহায্য নেয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ

প্রকাশের সময় : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব আমি।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টার পদ থেকে এই মুহূর্তে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। এছাড়া এটা ধরে নেয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হবো। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবো, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেবো। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবো। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হবো, তা নির্ধারণের সময় এখনো আসেনি।

তিনি বলেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলে যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। এক্ষেত্রে নতুন রাজনৈতিক দল এনসিপিতে যে যুক্ত হতে হবে তা কিন্তু নয়।

বিসিবির সভাপতি ফারুকের বিরুদ্ধে অর্থ লেনদেনে অস্পষ্টতার অভিযোগে জবাবে উপদেষ্টা আসিফ বলেন, ঝুঁকিপূর্ণ ব্যাংক ব্যাবহার থেকে বিরত থাকতে এমনটা করেছে বিসিবি সভাপতি।

ব্যাক্তিগত সম্পদ এবং এপিএস নিয়ে গণমাধ্যমে তৈরি হয়া বিভ্রান্তি নিয়েও কথা বলেন তিনি। আসিফ মাহমুদ জানান, আগের বছরের টিন নাম্বার না থাকায় আয়করে নিজের সম্পদ প্রকাশ করতে পারেননি।

এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায়-অনিয়মের কারণে পিডিবিএফ প্রতিষ্ঠানটি ধ্বংস করা হয়েছে। ৭৫১টি পদের বিপরীতে ৫১ জন বর্তমানে কর্মরত থাকলেও এতদিন নিয়োগ দেয়া হয়নি, ২০১৬ সাল থেকে নিয়োগ স্থগিত ছিল। তাই এবার এর নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য সেনাবাহিনীর সাহায্য নেয়া হয়েছে।