মোহিত চৌহানের রোম্যান্টিক গান ‘পি লুন’র তালে ফের ডান্স ফ্লোর কাঁপালেন বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়িকা মাধুরী। তার কোমরের হিল্লোলে মুগ্ধ সকল দর্শক। চিরসবুজ মাধুরী হলুদ ট্রান্সপারেন্ট শাড়িতে ফের মঞ্চ কাঁপালে ইমরানকে সাথে নিয়ে। দুজনের এক সাথে নাচের ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রোম্যান্টিক গানের তালে তালে মাধুরী-ইমরানের কেমিস্ট্রি দেখার মতো। যা দেখে রীতিমতো হতবাক হয়েছেন করণ জোহর।
কখনো লজ্জা পাচ্ছেন তো কখনো হাসছেন, আবার কখনো একে অপরের অনেকটাই কাছাকাছি চলে এসেছেন ইমরান ও মাধুরী। যা নেটিজেনদের নজর কেড়েছে।
মাধুরী ম্যাজিক দেখা মাত্রই ফের শিরোনামে উঠে এসেছেন এই বলি ডিভা। হলুদ রঙের শিফন শাড়িতে মাধুরীর যৌবন যেন বের হচ্ছে। মাধুরীর পাশে ইমরানের ডেনিম শার্টও বেশ নজর কেড়েছে।
‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ ছবির জনপ্রিয় গান ‘পি লুন’ ইমরানের গানের তালেই নাচে মত্ত হয়েছেন অভিনেতা। ছবিতে ইমরানের বিপরীতে প্রাচী দেশাইকে দেখা গেছে।
ভক্তদের বাধভাঙা উচ্ছ্বাস যেন ধরছে না। নব্বইয়ের দশকের মাধুরী আর আজকের মাধুরী যেন একই। নাচের পাশাপশি অভিনয়েও তিনি সমানভাবে জনপ্রিয়। তার জন্য আলাদা কোনো পরিচয় বা সংজ্ঞার প্রয়োজন হয় না। তিনি হলেন বলিউডের এভারগ্রীন ‘ধক ধক গার্ল’।