Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণের ৯ দিন পর খাগড়াছড়ির ৫ শিক্ষার্থী মুক্ত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ি থেকে অপহরণের ৯ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী মুক্তি পেয়েছেন। তাদের কয়েক দফায় মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। পরে ব্যাপক জনরোষের মুখে কয়েক দফায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে নিশ্চিত হওয়া গেছে যে, এ অপহরণ ঘটনার সাথে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত।

শিক্ষার্থীদের উদ্ধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খাগড়াছড়ি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

রিবেক চাকমা বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছি শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

তবে শিক্ষার্থীরা কবে, কোথা থেকে মুক্তি পেয়েছেন সেটি জানা সম্ভব হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

অপহরণের ৯ দিন পর খাগড়াছড়ির ৫ শিক্ষার্থী মুক্ত

প্রকাশের সময় : ০৫:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ি থেকে অপহরণের ৯ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী মুক্তি পেয়েছেন। তাদের কয়েক দফায় মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। পরে ব্যাপক জনরোষের মুখে কয়েক দফায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে নিশ্চিত হওয়া গেছে যে, এ অপহরণ ঘটনার সাথে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত।

শিক্ষার্থীদের উদ্ধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খাগড়াছড়ি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

রিবেক চাকমা বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছি শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

তবে শিক্ষার্থীরা কবে, কোথা থেকে মুক্তি পেয়েছেন সেটি জানা সম্ভব হয়নি।